ইতিহাস গড়লেন ‘বার্বি’ পরিচালক গ্রেটা গারউইগ

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১০:৩৪

বার্বির পরিচালক গ্রেটা গারউইগ। কার্টেসি ফটো

বার্বির পরিচালক গ্রেটা গারউইগ। কার্টেসি ফটো

  • 0

পরিচালক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন গ্রেটা গারউইগ। বক্স অফিসে তার নির্মিত সিনেমা ‘বার্বি’ ওপেনিং উইকেন্ডে রেকর্ড ১৫৫ মিলিয়ন ডলার আয় করেছে। এর মাধ্যমে প্রথম নারী ডিরেক্টর হিসেবে গারউইগের সিনেমা আগের সব রেকর্ড ভেঙেছে।

মুভি কনসালটিং ফার্ম ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চ-এর পরিচালক ডেভিড এ. গ্রস বলেন, ‘বার্বির সফলতা বিস্ময়কর! এটি সিনেমা ভক্তদের মাঝে প্রকৃত উত্তেজনা ছড়িয়েছে।’

সিনেমা বিষয়ের ওয়েবসাইট রোটেন টমেটোতে ৯০ শতাংশ স্কোর করেছে বার্বি। ভোট পেয়েছে ‘এ’ ক্যাটাগরির সিনেমা হিসেবেও।

আরও পড়ুন: মানচিত্র বিতর্কে ভিয়েতনামে নিষিদ্ধ ‘বার্বি’

ছবিটিতে অভিনয় করেছেন মার্গো রবি, রায়ান গসলিং, ইসা রে, ডুয়া লিপা, সিমু লিউ, মাইকেল সেরা, হেলেন মিরেন, জন সিনা এবং উইল ফেরেল।

আরও পড়ুন: বার্বির লন্ডন প্রিমিয়ারে পুতুলের পোশাকে মার্গো রবি

বার্বি তৈরিতে খরচ হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। অস্কার-মনোনীত পরিচালক গারউইগ নোয়া বাউম্বাচের সঙ্গে মিলে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন।

আরও পড়ুন: বার্বির সেটের কারণে বাজারে গোলাপি রঙের স্বল্পতা

এর আগে ২০১৯ সালে ওপেনিং উইকেন্ডে ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছুঁয়েছিল ১৫৩ মিলিয়ন। সিনেমাটির সহ-পরিচালক ছিলেন আনা বোডেন। ফিল্মমেকার প্যাটি জেনকিন্সের ‘ওয়ান্ডার ওম্যান’ ২০১৭ সালে মুক্তির প্রথম সপ্তাহে ১০৩ মিলিয়ন আয় করে।

আরও পড়ুন: ফিলিপিন্সে বার্বির মুক্তিতে ম্যাপ ব্লারের শর্ত

সিনেমা মুক্তির ওপেনিং উইকেন্ডে এ পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছে অ্যাভেঞ্জারস: এন্ডগেম (এপ্রিল ২০১৯-এ সম্মিলিতভাবে ৪০২ মিলিয়ন), ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (এপ্রিল ২০১৮-এ সম্মিলিতভাবে ৩১৪ মিলিয়ন) এবং 'স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস' (ডিসেম্বর ২০১৫-এ সম্মিলিতভাবে ৩১৩ মিলিয়ন)।


0 মন্তব্য

মন্তব্য করুন