বার্বির লন্ডন প্রিমিয়ারে পুতুলের পোশাকে মার্গো রবি

টিবিএন ডেস্ক

জুলাই ১৪ ২০২৩, ০:৪১

লন্ডন প্রিমিয়ারে ষাটের দশকের বার্বির পোশাকে মার্গো রবি। কার্টেসি ফটো

লন্ডন প্রিমিয়ারে ষাটের দশকের বার্বির পোশাকে মার্গো রবি। কার্টেসি ফটো

  • 0

গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’র প্রচারের জন্য আন্তর্জাতিক সফর শুরু করেছেন নাম ভূমিকায় অভিনয় করা মার্গো রবি। ১২ জুলাই বুধবার লন্ডনে সিনেমার প্রিমিয়ারে ১৯৬০-এর দশকের বার্বির পোশাকে দেখা যায় এই হলিউড তারকাকে।

প্রিমিয়ারে রবিকে একটি কালো-সাদা ডোরাকাটা গ্রীষ্মকালীন হার্ভ লেগার পোশাকে পরে পোজ দিতে দেখা যায়। ১৯৫৯ সালের বার্বির একটি মডেলের পোশাক ছিল এটি ।

রবি ও তার স্টাইলিস্ট অ্যান্ড্রু মুকামাল বার্বির কিছু আইকনিক স্টাইল আবারও দর্শকদের সামনে আনতে চাচ্ছেন। বার্বির স্টাইলিশ কিছু পোশাকের ছবি মুকামাল নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

রেড কার্পেটে এমন পোশাকে থাকার জন্য রবির প্রক্রিয়াকে 'মেথড ড্রেসিং' বলা হচ্ছে। সিনেমার প্রচারের অংশ হিসেবেই বার্বির সাজে ঘুরছেন মার্গো রবি, বলছেন সমালোচকরা।

বার্বি সিনেমাটিতে রবি ছাড়াও আছেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রায়ান গসলিং।


0 মন্তব্য

মন্তব্য করুন