ইউরোপা লিগে লেফারকুসেন নয় আটালান্টার ইতিহাস

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৪, ২১:৫১

শিরোপা হাতে আটালান্টা খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত

শিরোপা হাতে আটালান্টা খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত

  • 0

ইউয়েফা ইউরোপা লিগের ফাইনালে এসে অবশেষে আটালান্টার কাছে থামলো বায়ার লেফারকুসেনের জয়যাত্রা। সব প্রতিযোগিতা মিলিয়া ৫১ ম্যাচ জয়ের পর ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার কাছে ৩-০ গোলে হেরেছে জার্মান চ্যাম্পিয়নরা। আটালান্টার হয়ে ফাইনালে হ্যাটট্রিক করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আডেমোলা লুকমান।

আয়ারল্যান্ডের আভিভা স্টেডিয়ামে মঙ্গলবার লেফারকুসেনকে উড়িয়ে ৬১ বছর পর কোন শিরোপার স্বাদ নিল আটালান্টা।

ফাইনালে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণে থাকে লেফারকুসেন। তবে আটালান্টার প্রতি আক্রমণ রুখতে হিমশিম খেতে থাকে চাভি আলোনসোর দল।

ম্যাচের ১২ মিনিটের মাথায় ডাভিড সাপাকোস্তার বাড়ানো বলে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন লুকমান।

লিড পেয়ে লেফারকুসেনের ওপর আক্রমণ বাড়াতে থাকে আটালান্টা। লেফারকুসেনের অগোছালো রক্ষণের মাঝ দিয়ে ম্যাচের ২৬ মিনিটে আবারও গোল পান লুকমান।

৩৫তম মিনিটে লেফারকুসেনের আলেহান্দ্রো গ্রিমাল্দো গোলকিপারকে একা পেয়েও গোল করতে না পারলে হতাশ হন ভক্তরা।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও বিরতির আগে কার্যকর কোন আক্রমণেই যেতে পারেনি লেফারকুসেন। এতে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আটালান্টা।

আরও পড়ুন: নিজের ৬ষ্ঠ ইউরো খেলতে যাচ্ছেন রোনালডো

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি লেফারকুসেন। উল্টো ৭৫ মিনিটে লুকমানের করা তৃতীয় গোলে ব্যবধান ৩-০ হলে ম্যাচ থেকে ছিটকে যায় জার্মান বুন্ডেসলিগার অপরাজিত চ্যাম্পিয়নরা।

এবারের মৌসুমে বেশ কয়েকবার শেষ সময়ে প্রত্যাবর্তন করলেও ইউরোপার ফাইনালে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি লেফারকুসেন। এবারের মৌসুমে কোন ম্যাচে তিন গোল হজম করেনি তারা।

আটালান্টার কোচ জান পিয়েরো গাসপারিনির হাত ধরে প্রথম কোন ইউরোপিয়ান শিরোপা জিতল আটালান্টা। এর আগে ১৯৬৩ সালে ইটালিয়ান কাপ জিতেছিল আটালান্টা। সেবার ফাইনালে তুরিনোকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে ইটালির ক্লাবটি।


0 মন্তব্য

মন্তব্য করুন