মাইলস্টোন ট্র্যাজেডি:
বিমান দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩০

বাসস

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ১১:৩৮ হালনাগাদ: সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৫:১২

বিমান দুর্ঘটনায় নিহত মাহতাব। ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় নিহত মাহতাব। ছবি: সংগৃহীত

  • 0

আবাসিক সার্জন শাওন বিন রহমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটির ৮৫ শতাংশ পুড়ে গেছে।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে । বৃহস্পতিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) গুরুতর দগ্ধ অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ১২ বছর বয়সী মাহাতাব ।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) আজ বিকাল ৩:৩০ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুসারে, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন এবং আহত ৫৫ জন এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এনআইবিপিএসের আবাসিক সার্জন শাওন বিন রহমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটির ৮৫ শতাংশ পুড়ে গেছে।

নিহতের চাচাতো ভাই রাকিব হোসেন জানান, মাহতাব উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকায় থাকেন।

মাহতাবকে উত্তরা আধুনিক হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনআইবিপিএসে রেফার করা হয়েছিল। মাহতাবের মৃত্যুর সাথে সাথে এনআইপিবিএসে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন।

আজ সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তা অনুযায়ী তার অবস্থা খুবই সংকটজনক ছিল। ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ইউনিটের রাখা হয়।

বর্তমানে ৪৫ জন গুরুতর পোড়া ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে নয়জনকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে, ১৩ জনকে সিবিআর (সম্পূর্ণ বিছানা বিশ্রাম) এবং ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে ইনস্টিটিউটটি দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।