মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের তালিকা প্রকাশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ৯:০৫ হালনাগাদ: নভেম্বর ২৮ ২০২৫, ২৩:৩৭

আহতদের সবশেষ পরিস্থিতি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: বাসস

আহতদের সবশেষ পরিস্থিতি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: বাসস

  • 0

এখনও ৬ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(হাসপাতাল) ড. মইনুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আহতদের সবশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেয়া তালিকা অনুযায়ী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৯ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী আহতদের যে ৪টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছেঃ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। যার মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ১ জন আয়া এবং ১ জন ইলেক্ট্রিশিয়ান রয়েছেন। আহতরা হচ্ছেন, মাহতাব (১৪),মাসুমা(৩২), মাহিয়া(১৫),আয়ান(১৪), তাস্নুভা মাহবিন(১১), ফারজানা ইয়াসমিন(৪৫),তাসনিয়া(১০), শ্রেয়া(৯),রাইসা (১১), পায়েল(১২), নিশি (শিক্ষিকা ২৮),নুসরাত (১২),তৌফিক(১৩),ইউশা(১১), জাকির(৫১), সায়েবা(৯), আল্ভিনা(১০), মুনতাহা(১০), রুপি বড়ুয়া(১০), জায়ানা(১৩), নিলয়(১৩), আশরাফুল ইসলাম( শিক্ষক৩৭), সুমাইয়া লরিন (শিক্ষিকা ৩০), কাব্য(১৩), কাফি আহমেদ (১০), আরিয়ান আফিফ(১২), রোহান (১৪), আবিদুর রাহমান(১০), সামিয়া (৯), সাইবা জাহান(১০), তাসনিয়া(১৫), মেহরিন (১১),আইমান(১০), সায়রা(১০), হাফসা খান(১১), মোঃ আয়ান খান(১২), কাজী আমজাদ সায়েদ(২০), রাইয়ান (১৪), জারিফ(১২), সাবুজা বেগম (আয়া ৪০), মাহফুজা খাতুন(শিক্ষক ৪৫), নাভিদ নাওয়াজ(১২), সায়মন(১৮), রাফসি (১২)

এই হাসপাতালে নিহত ১১ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ১১ জন হচ্ছেন: তানভির (১৪), আফনান ফাইয়াজ(১৪), মাহরিন(৪৬), বাপ্পি(৯), মাসুকা(৩৭), এবি শারমিন(১৪), শায়ান ইউসুফ(১৪), এরিকসন(১৩), আরিয়ান (১৩), নাজিয়া(১৩), নাফি(৯)।

সিএমএইচ, ঢাকা: এই হাসপাতালটিতে ৫ জন শিক্ষার্থী, ১ জন শিক্ষক, প্রিন্সিপাল পিএস ১ জন, এবং ৪ জন আর্মি চিকিৎসাধীন আছেন। আহতরা হচ্ছেনঃ আহসান(৫১), শাহরিয়ার সজিব(২৪), কাম্রুজ্জামান(২৭), তাহসিন আহমেদ(২৩), আতিক(প্রিন্সপাল পিএস ২২), আনোয়ার হোসেন (শিক্ষক ৩৭), আকিব(১২), বিলাল হোসাইন(১২), তাসকির রহমান(১৫), জান্নাতুল মাওয়া (১০), তাকরিম হক(১৬)।

হাসপাতালটিতে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে ৯ জনের মরদেহ শনাক্ত করা হলেও এখনও ৬ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত ৯ জন হলেন, রজনী ইসলাম (৩৭), সামিউল কারিম(৯), মিসেস ফাতেমা আক্তার (৯), মেহেনাজ আফ্রিন হুমায়রা (৯),সারিয়া আক্তার (১৩), সাদ সালাউদ্দিন (৯), সায়মা আক্তার (৯),ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: এ হাসপাতালে মেহেরুননেসা নামে ১৪ বছর বয়সি একজন শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল: এই হাসপাতালে জুনায়েত নামে ৯ বছর বয়সি শিক্ষার্থী মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: হাসপাতালটিতে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইউনাইটেড হাসপাতাল: এ হাসপাতালে ওমায়ের নুর আশফিক নামে ১১ বছর বয়সি এক শিক্ষার্থী মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।