টাকের চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য গবেষকদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ৮:৪৪ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ৮:৩৩

পুরুষদের টাক পড়ার সমস্যার সমাধান হতে যাচ্ছে। ছবি: দ্য ন্যাশনাল

পুরুষদের টাক পড়ার সমস্যার সমাধান হতে যাচ্ছে। ছবি: দ্য ন্যাশনাল

  • 0

যেখানে আগে চুল ছিল না এই ওষুধের ফলে সেখানে নতুন চুল জন্মাতে শুরু করেছে।

অ্যামেরিকার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একবার মজার ছলে বলেন জীবনে দুটি অচল সত্য আছে— মৃত্যু এবং কর।

তবে অনেক পুরুষের জন্য তৃতীয় আরেকটি অচল সত্য হচ্ছে- টাক সমস্যা। আশার কথা হচ্ছে, এবার হয়তো পুরুষদের টাক পড়ার সমস্যার সমাধান হতে যাচ্ছে।

দ্য ন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত জুনে পেলেজ ফার্মাসিউটিক্যালস পিপি৪০৫ এর দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালের ইতিবাচক ফলাফল ঘোষণা করেছে। এই ওষুধটি পুরুষদের সাধারণ টাক পড়া এবং নারীদের চুল পাতলা হওয়া রোধে কাজ করবে।

পেলেজ ফার্মাসিউটিক্যালস এক বিবৃতিতে জানায়, এ ওষুধটি চুলের নিস্তেজ সেলগুলোকে আবার সক্রিয় করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। পুরুষ ও নারীদের সরাসরি চুল পড়া বা টাক পড়ার সমস্যা সমাধানে প্রথম চিকিৎসা হতে পারে ওষুধটি।

কোম্পানির প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস্টিনা ওয়েং বলেন, এই চিকিৎসা শুধু চুল পড়া ধীর করবে না, বরং চুলের কণিকাগুলোকে পুনরায় বৃদ্ধি করতেও সাহায্য করবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৭৮ জন পুরুষ ও নারী অংশ নেন। সবাই চার সপ্তাহ ধরে মাথার ত্বকে ওষুধ অথবা প্লাসিবো লাগিয়েছেন। ফলাফল অনুযায়ী, চিকিৎসা নেওয়া পুরুষদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের চুল পড়া কমে গেছে এবং চুলের ঘনত্ব ২০ শতাংশ বা তার বেশি বেড়েছে।

প্লাসিবো গ্রুপে কোনো উন্নতি দেখা যায়নি।

পেলেজ ফার্মাসিউটিক্যালস বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে আগে চুল ছিল না এই ওষুধের ফলে সেখানে নতুন চুল জন্মাতে শুরু করেছে।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা পিপি৪০৫ ওষুধটি তৈরি করেছেন, যা চুলের কোষে রাসায়নিক প্রক্রিয়াগুলোর ওপর কাজ করে।

অ্যামেরিকার এক গবেষণায় দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী ১৬ শতাংশ পুরুষের মাঝারি থেকে ব্যাপক চুল পড়ার সমস্যা দেখা দেয়। যেখানে ৪০ বছরের মধ্যে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ৫৩ শতাংশ। জীবদ্দশায়, ৮০ শতাংশ পুরুষ চুল পড়ার অভিজ্ঞতা পান।

এছাড়া প্রায় ৪০ শতাংশ নারী চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন।

যদিও পিপি৪০৫ এর সাফল্য শিরোনামে রয়েছে, তবে পুরুষদের টাক পড়ার প্রকৃত ধরন বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে। যাতে এর কার্যকর সমাধান পাওয়া যায়। কেননা পুরুষদের টাক পড়ার বেশিরভাগ কারণই জিনগত।

তবে যাদের চুল পাতলা বা অনেকটা পড়ে গেছে, তাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে এই ওষুধ।