
ওয়ালমার্ট থেকে কেনা সম্ভাব্য তেজস্ক্রিয় চিংড়ি খেতে মানা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০ ২০২৫, ০:২১ হালনাগাদ: নভেম্বর ১৩ ২০২৫, ২১:০৮

কাঁচা হিমায়িত চিংড়ি। ছবি: এবিসি নিউজ
- 0
ফেডারেল সংস্থাটি জানায়, সিসাম-১৩৭ পাওয়া কোনো চিংড়ি অ্যামেরিকার খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করেনি।
সিসাম-১৩৭ নামের তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে সম্ভাব্য দূষিত কাঁচা হিমায়িত চিংড়ি খাওয়া, বিক্রি কিংবা পরিবেশন না করতে লোকজনকে সতর্কবার্তা দিয়েছে অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ।
এবিসি নিউজ মঙ্গলবার জানায়, সতর্কবার্তার আওতায় থাকা গ্রেট ভ্যালু ব্র্যান্ডের এসব চিংড়ি বিক্রি হয় ওয়ালমার্টের দোকানগুলোতে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্ভাব্য সিসাম-১৩৭ বা সিএস-১৩৭ নিয়ে এফডিএকে সতর্ক করে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন।
এফডিএ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যামেরিকার চারটি বন্দরের কন্টেইনারে থাকা পণ্যে সিএস-১৩৭ শনাক্ত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এফডিএ উল্লেখ করে, পরিবেশক প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার বিএমএস ফুডসের হিমায়িত চিংড়ি পরীক্ষা করে সিএস-১৩৭-এর অস্তিত্ব পাওয়া যায়।
ফেডারেল সংস্থাটি জানায়, সিসাম-১৩৭ পাওয়া কোনো চিংড়ি অ্যামেরিকার খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করেনি।
পরীক্ষায় বিএমএস ফুডসের কন্টেইনারগুলো সিসাম-১৩৭ পজিটিভ হওয়ার পর প্রতিষ্ঠানটির পাঠানো সব পণ্য প্রত্যাহারের সুপারিশ করেছে এফডিএ। পরবর্তী পণ্যগুলো সিসাম-১৩৭ পজিটিভ না হলেও একই ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।
যেসব লটের চিংড়ি খেতে মানা
গ্রেট ভ্যালু ব্র্যান্ডের কোন লটের হিমায়িত কাঁচা চিংড়ি খাওয়া বা পরিবেশন করা যাবে না, তার তালিকা দিয়েছে এফডিএ। লটগুলোর কোড ও সবচেয়ে ভালো ব্যবহারের তারিখ হলো ৮০০৫৫৪০-১ ও ১৫/৩/২০২৭, ৮০০৫৫৩৮-১ ও ১৫/৩/২০২৭ এবং ৮০০৫৫৩৯-১ ও ১৫/৩/২০২৭।
এফডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ওয়ালমার্ট থেকে বর্ণিত কাঁচা হিমায়িত চিংড়ি কিনলে ছুড়ে ফেলে দিতে হবে।
এতে আরও বলা হয়, বিএমএস ফুডসের চিংড়ি পাওয়া পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কাজ করছে এফডিএ। পরিবেশক ও খুচরা বিক্রেতারা পণ্য ফেরত নিতে বিএমএসকে সুপারিশ করুক, এমনটাই চায় সংস্থাটি।
এফডিএ জানায়, বিএমএস ফুডস ফেডারেল ফুড, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট লঙ্ঘন করেছে বলে সিদ্ধান্তে এসেছে এফডিএ।
সংস্থাটির ভাষ্য, প্রতিষ্ঠানটি দৃশ্যত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যটি প্রস্তুত বা মোড়কজাত করেছে। এর মাধ্যমে পণ্যটি হয়তো সিএস-১৩৭-এর মাধ্যমে দূষিত হয়েছে। এর ফলে তাদের হিমায়িত চিংড়ি নিরাপত্তা উদ্বেগের কারণ হতে পারে।
এফডিএ আরও জানায়, নিয়ম লঙ্ঘন দৃশ্যমান হওয়ার পর পরিবেশের বিষয়টি সমাধানের আগে অ্যামেরিকায় ঢুকতে পারবে না বিএমএস ফুডসের কোনো পণ্য।