অস্ট্রেলিয়ায় বিষন্নতা প্রতিরোধে নতুন ওষুধের অনুমোদন

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ০:০৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

প্রথম দেশ হিসেবে শনিবার থেকে বিষণ্নতা বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় মনোরোগ বিশেষজ্ঞদেরকে নির্দিষ্ট সাইকেডেলিক ড্রাগ ব্যবহারের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া।

এখন থেকে অস্ট্রেলিয়ান চিকিৎসকরা পিটিএসডি-এর জন্য এমডিএমএ এর ডোজ দিতে পারবেন। অন্যদিকে যাদের বিষন্নতা চরম পর্যায়ে তাদেরকে সাইকেডেলিক মাশরুমের সাইকোঅ্যাকটিভ উপাদান ‘সাইলোসাইবিন’ দেয়া যাবে।

দুটি ওষুধকে অনুমোদন দিয়েছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, ‘এটি অস্ট্রেলিয়াকে গবেষণায় এগিয়ে রাখবে।’

মোনাশ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর নিউরোমেডিসিন ডিসকভারি সেন্টারের ডেপুটি ডিরেক্টর ক্রিস ল্যাংমেড বলেন, গত ৫০ বছরে অবিরাম মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় খুব একটা অগ্রগতি হয়নি।

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ২০১৮ সালে সাইলোসাইবিনকে বিস্ময়কর হিসেবে স্বীকৃতি দেয়। তবে এখনও অ্যামেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন চিকিৎসায় সাইকেডেলিক্সের ব্যবহারকে সমর্থন করেনি।

চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ওষুধের কার্যকারিতা এবং সাইকেডেলিক্সের ঝুঁকির পরিমাণ সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন, কারণ এতে হ্যালুসিনেশন হতে পারে।

মোনাশ ইউনিভার্সিটির ক্লিনিকাল সাইকেডেলিক ল্যাবের প্রধান ড: পল লিকনাইটস্কি বলেন, এ চিকিৎসা পদ্ধতিতে প্রমাণ অপর্যাপ্ত। ক্লিনিক্যাল পরিষেবাতে যাওয়া আগে রয়েছে উদ্বেগ… এছাড়া ওষুধগুলো অস্ট্রেলিয়ায় ব্যয়বহুল হবে।

এ চিকিৎসায় প্রতি রোগীকে গুনতে হবে প্রায় ৬,৬০০ ডলার।


0 মন্তব্য

মন্তব্য করুন