সাধারণ খাবারেও বাড়ছে ফ্যাটি লিভার রোগ

টিবিএন ডেস্ক

জুন ১৮ ২০২৩, ১৮:১৫

নন-অ্যালকোহলিক খাবারের কারণেও বাড়ছে ফ্যাটি লিভার রোগ। ছবি: সংগৃহীত

নন-অ্যালকোহলিক খাবারের কারণেও বাড়ছে ফ্যাটি লিভার রোগ। ছবি: সংগৃহীত

  • 0

সাধারণত লিভারের রোগের জন্য অ্যালকোহলকে দায়ী করা হয়। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে নন-অ্যালকোহলিক খাবারের কারণেও বাড়ছে ফ্যাটি লিভার রোগ।

অ্যান্ড্রোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় শুক্রবার গবেষকরা এমন এক প্রতিবেদন তুলে ধরেছেন।

গবেষণাপত্রে বলা হয়েছে, গত তিন দশক ধরে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের হার বেড়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের লিভারে অস্বাভাবিক মাত্রায় চর্বি তৈরি হয়। যার ফলে দেহে সিরোসিস ও লিভার ক্যানসারসহ মারাত্মক কিছু রোগ হতে পারে।

শ্বেতাঙ্গ অ্যামেরিকানদের মধ্যে এই রোগের হার কম থাকলেও গত তিন দশকে তাদের মধ্যে আক্রান্তের হার ১৩৩ শতাংশ বেড়েছে। হিস্পানিক অ্যামেরিকান, বিশেষ করে ম্যাক্সিকান অ্যামেরিকানরা এ রোগে বেশি ভোগেন। তাদের মধ্যে হারটি দ্বিগুণেরও বেশি।

গবেষণাপত্রটির সহ-লেখক আর. ড্রিউ ইউনিভার্সিটি অফ মেডিসিন সায়েন্স অ্যান্ড ইউসিএলএ ডেভিড গোফেন স্কুল অফ মেসিডিনের অধ্যাপক ডাক্তার থিওডোর ফ্রিডম্যান বলেন, ‘এখন অনেকের লিভারেই অতিরিক্ত চর্বি বাড়ছে। স্থূলতা, ডায়াবেটিস, প্রাক-ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলস্টোরল এসব নন- অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায়।’


0 মন্তব্য

মন্তব্য করুন