এড শিরানের কনসার্টে এমিনেমের চমক

টিবিএন ডেস্ক

জুলাই ১৭ ২০২৩, ২০:৪৩

রক অ্যান্ড রোল হল অফ ফেম- ২০২২ এ এমিনেম ও শিরান। কার্টেসি ফটো

রক অ্যান্ড রোল হল অফ ফেম- ২০২২ এ এমিনেম ও শিরান। কার্টেসি ফটো

  • 0

মিশিগানের ডেট্রয়েটে শনিবার এড শিরানের কনসার্টে পারফর্ম করেছেন জনপ্রিয় র‍্যাপার এমিনেম। শ্রোতাদের উদ্দেশে অ্যাকোস্টিক গিটারে শিরান যখন এমিনেমের ‘লুজ ইয়োরসেল্ফ’ গাইছিলেন তখন হঠাৎ স্টেজে এসে সবাইকে তাক লাগিয়ে দেন এমিনেম।

পারফরম্যান্সের ভিডিওগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে শিরান লিখেছেন, ‘ডেট্রয়েটে! কী অসাধারণ মুহূর্ত!’

শুধু লুজ ইয়োরসেল্ফ নয়, এরপর দুজনে মিলে এমিনেম-ডিডোর ২০০০ সালের হিট ‘স্ট্যান’ পরিবেশন করেন। কোরাসে শিরান ডিডোর গাওয়া অংশটুকু গেয়েছিলেন।

গত বছরের নভেম্বরে এমিনেমের সঙ্গে রক অ্যান্ড রোল হল অফ ফেমেও স্ট্যান গেয়েছিলেন শিরান।

এড শিরানের কনসার্টে পারফর্ম করেছেন হিপ হপ তারকা এমিনেম

পারফরম্যান্সের পর দর্শকের উদ্দেশে ডেট্রয়েটে জন্ম নেয়া এমিনেম বলেন, ‘ডেট্রয়েট, আমি তোমাকে মিস করেছি… আমি তোমার প্রশংসা করি, তোমাকে ভালোবাসি!’

এমিনেম-শিরান অতীতে একে অপরের সঙ্গে গান নিয়ে কাজ করেছেন। এমিনেমের গান ‘রিভার’ ও ‘দোজ কাইন্ডা নাইটস’ এ দেখা গেছে শিরানকে। ‘রিমেম্বার দ্য নেম’এ এমিনেম ও ফিফটি সেন্ট-এর সঙ্গেও কাজ করেন শিরান।

গত মে মাসে ২০১৪ সালের গ্র্যামিজয়ী গান ‘থিংকিন আউট লাউড’ ব্রিটিশ গায়ক মারভিন গেইয়ের ১৯৭৩ সালের হিট ‘লেটস গেট ইট অন’-এর অনুকরণ; এমন অভিযোগে আদালতের রায়ে বিজয়ী হওয়ার পরদিন এড শিরান তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘সাবট্র্যাক্ট’ প্রকাশ করেন।

আরও পড়ুন: গ্র্যামিজয়ী গানের কপিরাইট মামলা জিতলেন এড শিরান

শিরানের শনিবারের কনসার্টটি ইউএস ট্যুরের অংশ, যা আগামী সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে শেষ হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন