গ্র্যামিজয়ী গানের কপিরাইট মামলা জিতলেন এড শিরান

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ২৩:৫৮

বিচারকরা জানান, শিরান ইচ্ছাকৃতভাবে কোনো কপিরাইট লঙ্ঘন করেননি। ছবি: রয়টার্স

বিচারকরা জানান, শিরান ইচ্ছাকৃতভাবে কোনো কপিরাইট লঙ্ঘন করেননি। ছবি: রয়টার্স

  • 0

গ্র্যামিজয়ী গান ‘থিংকিং আউট লাউড’ নিয়ে চলা কপিরাইট মামলায় জয় পেলেন সংগীতশিল্পী এড শিরান।

আদালতের রায় বলছে, এড শিরানের গানটি মৌলিক, মারভিন গেইয়ের ক্লাসিক ‘লেটস গেট ইট অন’ নকল করেননি তিনি। 

প্রায় তিন ঘণ্টার ট্রায়ালের পর ম্যানহাটনের জুরি বৃহস্পতিবার এই রায় দেয়।

বিচারকরা জানান, শিরান ইচ্ছাকৃতভাবে কোনো কপিরাইট লঙ্ঘন করেননি।

শিরানের বিরুদ্ধে গান নকল করার অভিযোগে মামলাটি করে প্রয়াত লেখক এড টাউনসেন্ডের পরিবার।

‘লেটস গেট ইট অন’ গানটি লিখেছিলেন এড টাউনসেন্ড। তার পরিবারের অভিযোগ ছিল, শিরান অনুমতি ছাড়াই ১৯৭৩ সালের গান ‘লেটস গেট ইট অন’ এর রিদম, কর্ড প্রগ্রেশন ও অন্যান্য উপাদান নিয়ে ২০১৪ সালে ‘থিংকিং আউট লাউড’ গানটি তৈরি করেন।

ট্রায়াল চলাকালে শিরান জুরির সামনে নিজের গান ও মারভিন গেয়ের গানটি গিটারে ম্যাশ-আপ করে পরিবেশন করেন। তার দাবি, এই দুই গানের চার কর্ডের একই প্রগ্রেশনের কারণে অনেকের কাছে মনে হতে পারে যে দুটি একই ধরনের।

আদালতে দাঁড়িয়ে সে সময় শিরান বলেন, ‘আমাকে যে কারণে অভিযুক্ত করা হয়েছে, তা সত্যি হলে ২৫ হাজার লোকের সামনে দাঁড়িয়ে কীভাবে এই গান করতাম?’

টাউনসেন্ডের উত্তরাধিকারীরা ২০১৭ সালে শিরান, ওয়ার্নার মিউজিক গ্রুপ এবং সনি মিউজিক পাবলিশিংয়ের বিরুদ্ধে কপিরাইটের মামলাটি করেন।

এর আগে গত বছর ‘শেপ অফ ইউ’ গান নিয়েও কপিরাইট লঙ্ঘনের মামলা জিতেছিলেন শিরান।


0 মন্তব্য

মন্তব্য করুন