অ্যামেরিকায় কমছে ওজন কমানোর ওষুধের দাম

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬ ২০২৫, ২২:০৯ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৪:৩০

নভো নরডিস্কের ওজন কমানোর ওষুধ উইগোভি। ছবি: রয়টার্স

নভো নরডিস্কের ওজন কমানোর ওষুধ উইগোভি। ছবি: রয়টার্স

  • 0

প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী শিগগিরই সাশ্রয়ী মূল্যে ওষুধ দিতে ট্রাম্পআরএক্স নামে একটি কর্মসূচি চালু করা হবে।

ওজন কমানোর ওষুধের দাম কমাতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক ও এলি লিলির সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা করে।

প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী শিগগিরই সাশ্রয়ী মূল্যে ওষুধ দিতে ট্রাম্পআরএক্স নামে একটি কর্মসূচি চালু করা হবে।

এ কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত ওজন থাকা ব্যক্তিরা কম দামে ওষুধ কিনতে পারবেন। তাদের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করবে সরকারের সঙ্গে চুক্তি করা দুই প্রতিষ্ঠান।

কর্মসূচির মাধ্যমে মাসে ৩৫০ ডলার ব্যয়ে ওজন কমাতে প্রয়োজনীয় ইনজেকশন কেনা যাবে।

চুক্তি অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে সুবিধাবঞ্চিতদের জন্য ওজন কমানোর ওষুধের দাম কমিয়ে ২৫০ ডলার করা হবে। একই সঙ্গে যারা উচ্চ পর্যায়ে স্থূলতার সমস্যায় ভুগছেন, তাদেরে মেডিকেয়ার সেবার অন্তর্ভুক্ত করা হবে।

ট্রাম্প প্রশাসন জানায়, বডি ম্যাস ইনডেক্স-বিএমআই যাদের পঁয়ত্রিশের ওপর, তারা ভোগ করতে পারবেন মেডিকেয়ার সুবিধা। ফলে ৫০ ডলার ব্যয়েই প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করতে পারবেন স্থূলতায় ভুক্তভোগীরা।

নভো নরডিস্ক কোম্পানির সিইও এক বিবৃতিতে বলেন, অ্যামেরিকানদের স্বল্প মূল্যে ওষুধ সেবা দিতে নভো নরডিস্ক সবসময় কাজ করে গেছে।

আজকের এ ঘোষণার পর টাইপ-২ ডায়বেটিস ও স্থূলতা প্রতিরোধী ওষুধও সাশ্রয়ী মূল্য তালিকায় আসবে।