স্ট্রোক হওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ অনেকেই মাথা ব্যাথা, পরিশ্রম, মানসিক চাপ থেকে সৃষ্ট বলে অবহেলা করেন। আর এ অবহেলাই ছোটখাটো স্ট্রোকের পর্যায়কে ত্বরান্বিত করে মৃত্যু ঝুঁকির দিকে নিয়ে যায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, যেকোনো লক্ষণ প্রকাশের পর কয়েক ঘণ্টা পর্যন্ত সময় নেয় স্ট্রোকটি মারত্মক ঝুঁকির পর্যায়ে পৌঁছাতে।
এর মধ্যে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অনেকাংশেই ঝুঁকিমুক্ত হওয়া যায়।
হঠাৎ অবশ বা দুর্বলতা
শরীর দুর্বল অনুভব করলে তা ওজন হ্রাস, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চাপের ফল হিসেবেই ধরেন বেশিরভাগ। কিন্তু দুর্বলতা থেকে যদি শরীরে ভারসাম্য হারানো কিংবা অবশের মতো অনুভব হয় তাহলে দ্রুত হাসপাতালে যান। বিশেষত স্ট্রোকের আগে মুখ, দুই পা ও বাহুর অংশে অবশ অনুভব হয়।
কথা বলতে জড়তা
কথা বলতে গেলে যদি কষ্ট হয় কিংবা মুখে কথা বারবার জড়িয়ে যেতে থাকে তাহলে সেটি স্ট্রোকের লক্ষণ। আবার স্ট্রোক করার আগে অন্যদের কথা কিংবা অর্থ বুঝতেও সমস্যা হতে পারে।
চোখে ঝাপসা দেখা
স্ট্রোক করার আগ মুহূর্তে চোখে কম কিংবা ঝাপসা দেখা সাধারণ লক্ষণ। আবার অনেকে একই জিনিস দ্বিগুণ দেখেন। এমনকি চোখের দৃষ্টি কিছু সময়ের জন্য পুরোপুরি হারিয়ে যেতেও পারে।
তীব্র মাথাব্যথা, বমি ভাব
তীব্র মাথাব্যথা শুধু মাইগ্রেনের লক্ষণ নয়। কারণ ছাড়াই তীব্র মাথাব্যাথা অনেক সময় জানান দেয়, স্ট্রোকের তীব্র ঝুঁকির কথা। বিশেষ করে মাথা ব্যথার সঙ্গে বারবার বমির উদ্রেক ও মাথা ঘুরানো অনুভব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
হাঁটাচলায় সমস্যা
হাঁটার সময় ভারসাম্য বজায় রাখতে সমস্যা হলে, পা জড়িয়ে গেলে কিংবা অল্প হাঁটতেই ক্লান্ত অনুভব করলে বিশ্রাম নেওয়াই যথেষ্ট নয়। স্ট্রোকের ঝুঁকি এড়াতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।