গভর্নর কিম রেনল্ডস ২০১৮ সালে এই বিলে সই করে এটিকে আইনে পরিণত করেন। তবে ডিসট্রিক্ট কোর্ট ২০১৯ সালে গর্ভধারণের ৬ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধের আইনটি আটকে দেয়।
এরপর ২০২২ সালে গভর্নর পুনরায় গর্ভপাত নিষিদ্ধের আইনের পক্ষে রিটের আবেদন করেন। এক বছর পর আইওয়া সুপ্রিম কোর্ট ৩-৩ ভোটের একটি সিদ্ধান্তে ডিসট্রিক্ট কোর্টের রায় বহাল রেখেছে।
কোর্টের সাত বিচারকের মধ্যে একজন বিচারক ভোটে অংশ নেননি। ফলে ৩-৩ সমতায় আগের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইওয়ার গভর্নর কিম রেনল্ডস আদালতের রায়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘এই রায় আইওয়ার প্রতিনিধি নির্বাচনে অংশ নেয়া ভোটারদের বিপক্ষে তো বটেই একইসঙ্গে যে সব প্রতিনিধি অনাগত শিশুদের অধিকারের দাবিতে কাজ করছে তাদেরও উপেক্ষা করছে।
‘তবে আমাদের লড়াই এখানে থামবে না। আমরা দেশের নারীদের ও গর্ভের অনাগত শিশুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’