এই মাইলফলক পদক্ষেপের ফলে নারীদের গর্ভনিরোধের সুযোগ বিস্তৃত হলো। বিনা প্রেসক্রিপশনেই তারা ড্রাগ স্টোর থেকে ওপিল কিনে ব্যবহার করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, ওপিল বাজারে এলে এটি হবে গর্ভনিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি। এর কার্যকারিতা নি:সন্দেহে কনডম, স্পার্মিসাইডস বা অন্য কোনো পদ্ধতির চেয়ে বেশি।
ওপিলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেরিগো জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকেই অ্যামেরিকার ড্রাগ স্টোর ও অনলাইন মার্কেটে এই পিল সরবরাহ শুরুর সম্ভাবনা রয়েছে।
এর দাম সম্পর্কে এখনই কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এফডিএর পরামর্শকদের ১৭ জনের বিশেষজ্ঞ দল গত মে মাসে এই পিল বাজারজাতের অনুমোদনের পক্ষে ভোট দেন। তারা জানান, অ্যামেরিকায় এখন বেশিরভাগ গর্ভধারণ ‘অনিচ্ছাকৃত’ ঘটনা। তার উপর গর্ভপাতের সুযোগ সীমিত হচ্ছে। এ কারণে ওটিসি পিলের চাহিদা বেড়েছে।
এফডিএর সেন্টার ফর ড্রাগ ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্যাট্রিযিয়া ক্যাভ্যাজোনি বলেন, ‘এফডিএর আজকের এই অনুমোদনের মধ্য দিয়ে অ্যামেরিকার মিলিয়ন মিলিয়ন মানুষ বিনা প্রেসক্রিপশনে ডেইলি ওরাল কন্ট্রাসেপ্টিভ নিতে পারবে… নির্দেশমতো ব্যবহার করলে অনিচ্ছাকৃত গর্ভধারণ এড়ানো যাবে।’