ইযরায়েলে বিপুল বিনিয়োগ করতে যাচ্ছে ইনটেল

টিবিএন ডেস্ক

জুন ১৮ ২০২৩, ১৫:৪৬

ইযরায়েলে কারখানা প্রতিষ্ঠায় সর্বকালের সর্বোচ্চ বিনিয়োগ করবে ইনটেল। ছবি: সংগৃহীত

ইযরায়েলে কারখানা প্রতিষ্ঠায় সর্বকালের সর্বোচ্চ বিনিয়োগ করবে ইনটেল। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েলে নতুন একটি কারখানা প্রতিষ্ঠায় ২৫ বিলিয়ন ডলায় বিনিয়োগ করবে অ্যামেরিকান চিপ নির্মাতা কোম্পানি ইনটেল করপোরেশন। ইযরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার এ তথ্য জানিয়েছেন।

ক্যাবিনেটে নেতানিয়াহু বলেন, এটি ইযরায়েলে সর্বকালের সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ হতে যাচ্ছে।

দেশটির ফাইন্যান্স মিনিস্ট্রির তথ্য অনুযায়ী, কিরিয়াত গাটে হবে কারখানাটি। ২০২৭ সালে এটি উদ্বোধনের কথা রয়েছে। কমপক্ষে ২০৩৫ সাল পর্যন্ত কাজ চলবে কারখানায়। নিয়োগ দেয়া হবে হাজার হাজার জনবল। চুক্তি অনুসারে, সাত দশমিক পাঁচ শতাংশ ট্যাক্স দেবে ইনটেল।

বিশ্বব্যাপী সাফল্যে ইযরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে এক বিবৃতিতে ইনটেল বলেছে, ‘ইযরায়েলে উৎপাদন ক্ষমতা প্রসারিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য… এক্ষেত্রে ইযরায়েলি সরকারের অব্যাহত সমর্থনের প্রশংসা করি।’

প্রায় ৫০ বছর ধরে ইযরায়েলে কাজ চালিয়ে আসছে ইনটেল। পরিণত হয়েছে দেশটির বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তা ও রফতানিকারকে। স্থানীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য শিল্পেও হয়ে উঠেছে অগ্রদূত।

আরও পড়ুন: চায়নায় ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রন


0 মন্তব্য

মন্তব্য করুন