মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের তথ্য অনুযায়ী, এর আগে ২০১৯ সালে তাকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল।
গত সপ্তাহে মেক্সিকোর নায়োরিটে ৫৯ বছর বয়সী লুয়েস মার্তিন সানচেফ ইনিগুজ নামে আরেক সাংবাদিক নিহত হন।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলেছে ‘সহিংসতার মাধ্যমে মেক্সিকান সংবাদমাধ্যমকে প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে।’
মাতুসের সংবাদ সংস্থা সোশ্যাল মিডিয়ায় শনিবার তার মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, ‘আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার চিরন্তন বিশ্রামের জন্য প্রার্থনা করছি।’
দেশটিতে ভয়াবহ মাদক যুদ্ধে প্রাণ হারিয়েছেন এমন রিপোর্টারদের তালিকা ক্রমাগত বেড়েই চলেছে। বছরের পর বছর ধরে সমুদ্রতীরবর্তী শহর আকাপুলকো মূলত বিচ রিসোর্টের জন্য বিখ্যাত ছিল। এটি এখন ক্রমবর্ধমান মাদক সহিংসতার কেন্দ্রে পরিণত হয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোতে মাদকচক্রের বোমা হামলায় পুলিশসহ নিহত ৬
সিপিজে-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মেক্সিকোতে অন্তত ৫২ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।
গত বছর ইউক্রেইনের পর মেক্সিকো ছিল সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি।