করোনাপরবর্তী সময়ে বাড়ছে শিশু-কিশোরের ডায়াবেটিস

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ১৮:০৬

বিশ্বব্যাপী শিশু-কিশোরদের টাইপ ওয়ান ডায়াবেটিস অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। ফাইল ছবি

বিশ্বব্যাপী শিশু-কিশোরদের টাইপ ওয়ান ডায়াবেটিস অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। ফাইল ছবি

  • 0

করোনা মহামারির সময় থেকে বিশ্বব্যাপী শিশু-কিশোরের টাইপ ওয়ান ডায়াবেটিস অস্বাভাবিক মাত্রায় বেড়েছে।

ওপেন জার্নাল জামা নেটওয়ার্কে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এমনটাই দাবি করা হয়েছে।

মহামারি চলাকালীন ৩৮০০০ এরও বেশি শিশু-কিশোরের উপর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এই গবেষণায়। বৃটেইনসহ বিভিন্ন দেশ থেকে এসব অল্প বয়সীর ডেটা সংগ্রহ করা হয়।

গবেষণাপত্রের লেখকেরা বলছেন, এ সময়ে ‘উল্লেখযোগ্য’ মাত্রায় ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এর কারণ জানতে আরও গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।

মহামারির আগে বছরে শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস তিন শতাংশ হারে বেড়েছে, মহামারির প্রথম বছরে যা ১৪ শতাংশ এবং দ্বিতীয় বছরে বেড়েছে ২৭ শতাংশ।

টরন্টো ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ যাই হোক না কেন টাইপ ওয়ান ডায়াবেটিসে ভোগা শিশু ও কিশোরদের জন্য সহায়তা বাড়ানো প্রয়োজন।


0 মন্তব্য

মন্তব্য করুন