ওপেন জার্নাল জামা নেটওয়ার্কে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এমনটাই দাবি করা হয়েছে।
মহামারি চলাকালীন ৩৮০০০ এরও বেশি শিশু-কিশোরের উপর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এই গবেষণায়। বৃটেইনসহ বিভিন্ন দেশ থেকে এসব অল্প বয়সীর ডেটা সংগ্রহ করা হয়।
গবেষণাপত্রের লেখকেরা বলছেন, এ সময়ে ‘উল্লেখযোগ্য’ মাত্রায় ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।
এর কারণ জানতে আরও গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।
মহামারির আগে বছরে শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস তিন শতাংশ হারে বেড়েছে, মহামারির প্রথম বছরে যা ১৪ শতাংশ এবং দ্বিতীয় বছরে বেড়েছে ২৭ শতাংশ।
টরন্টো ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ যাই হোক না কেন টাইপ ওয়ান ডায়াবেটিসে ভোগা শিশু ও কিশোরদের জন্য সহায়তা বাড়ানো প্রয়োজন।