আত্মহত্যা প্রতিরোধকেন্দ্র সামারিটানস অফ সিঙ্গাপুর (এসওএস) তাদের বার্ষিক পরিসংখ্যানে বলেছে, যুবক ও বয়স্কদের মধ্যে আত্মহত্যার হার বেশি। বিশেষ করে ১০ থেকে ২৯ বছর ও ৭০ থেকে ৭৯ বছর বয়সীরা বেশি আত্মহত্যা করছেন।
২০০০ সালের পর ২০২২ সালে মোট ৪৭৬ জন আত্মহত্যার করেন। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ সংখ্যা ছিল বছরে ৩৭৮ জন।
গত বছর ৭০ থেকে ৭৯ বছর বয়সীদের আত্মহত্যার সংখ্যা গত বছর ৪৮ জনে ঠেকেছে, যা ২০২১ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। কিশোরদের আত্মহত্যার সংখ্যা ছিল ১২৫, যা আগের বছরের তুলনায় ১১.৬ শতাংশ বেশি।
সিঙ্গাপুরের মনরোগ বিশেষজ্ঞ জ্যারেড এনজি বলেন, গত চার বছরে ১০ থেকে ২৯ বছর বয়সীদের আত্মহত্যার প্রধান কারণ সামাজিক বিচ্ছিন্নতা ও একাকীত্ববোধ। বয়স্কদের মধ্যেও একই ধরনের মানসিক যন্ত্রণা কাজ করছে। যার ফলে আত্মহত্যার হার বেড়ে গেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) তথ্য অনুসারে, বিশ্বব্যাপী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে আত্মহত্যা চতুর্থ অবস্থানে রয়েছে।
ডব্লিওএইচও বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর ৭০০ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করে।