কর্মীদের বাড়তি ওজন কমানোয় উৎসাহ জোগাতে এক মিলিয়ন ইউয়ান (এক লাখ ৪০ হাজার ডলার) বোনাস ঘোষণা করে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে চীনের একটি কোম্পানি।
৯০ দিনে ২০ কেজির বেশি ওজন কমিয়ে এরই মধ্যে ২০ হাজার ইউয়ান পুরস্কার নিশ্চিত করেছেন কোম্পানিটির একজন কর্মী।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপি জানায়, চীনের শেনঝেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি আরাশি ভিশন ইনকরপোরেটেড (যেটি ইনস্টা ৩৬০ হিসেবে ব্যাপকভাবে পরিচিত) গত ১২ আগস্ট বার্ষিক ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লস চ্যালেঞ্জ’ ঘোষণা করে সংবাদের শিরোনাম হয়।
প্রতিষ্ঠানটি প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করে। এর লক্ষ্য নিয়মিত ব্যায়াম ও সুষম খাবারের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ায় কর্মীদের উদ্বুদ্ধ করা।
নিয়ম
প্রতিযোগিতার নিয়ম সোজাসাপ্টা। এতে অংশ নিতে আবেদন করতে পারবেন যেকোনো কর্মী। একজন কর্মী প্রতি আধা কেজি ওজন কমানোর বিপরীতে ৫০০ ইউয়ান বা ৭০ ডলার পেতে সক্ষম হবেন।
এ বছর জি ইয়াকি নামের এক জেন-জি কর্মী তিন মাসে তার ২০ কেজি ওজন কমাতে সক্ষম হন। ওই কর্মী পুরস্কার হিসেবে পান নগদ ২০ হাজার ইউয়ান বা দুই হাজার ৮০০ ডলার। তাকে ‘ওয়েট লস চ্যাম্পিয়ন’ খেতাব দেওয়া হয়।
জি জানান, পুরো চ্যালেঞ্জের সময় তিনি নিয়মশৃঙ্খলা মেনে চলেছেন। তিনি সতর্কতার সঙ্গে খাদ্য গ্রহণ করেছেন এবং দৈনিক দেড় ঘণ্টা হেঁটেছেন।