ত্বকের যে ৫ পরিবর্তন জানাবে ফুসফুস ক্যানসার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২৫, ১৩:৫১

ত্বকের কিছু সাধারণ সমস্যাও জানান দেয় শরীরে ফুসফুস ক্যানসার বাসা বেঁধেছে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ত্বকের কিছু সাধারণ সমস্যাও জানান দেয় শরীরে ফুসফুস ক্যানসার বাসা বেঁধেছে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

  • 0

ভূত হলে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ দেখা দিলে অবহেলা করা উচিত নাই। বিশেষজ্ঞদের মতে, ত্বকে আচমকা এ পরিবর্তন হতে পারে ফুসফুস ক্যানসারের অন্যতম সতর্কবার্তা।

বিশ্বে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় ফুসফুসের ক্যানসারে। বিশেষ করে পুরুষদের এ ক্যানসারে আক্রান্ত হওয়ার নজির অনেক বেশি।

মরণঘাতী ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসার আরও জটিল, তবে প্রথম পর্যায়ে শনাক্ত করতে পারলে এ রোগও নিরাময় করা সম্ভব।

সাধারণত কফ, কাশির সঙ্গে রক্ত, শ্বাসকষ্ট দেখে আমরা ফুসফুস ক্যান্সারের ধারণা পাই।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ত্বকের কিছু সাধারণ সমস্যাও জানান দেয় শরীরে ফুসফুস ক্যানসার বাসা বেঁধেছে।

ত্বকে ফুসকুড়ি বা পিণ্ড

ফুসফুস ক্যানসারের রক্তপ্রবাহের মাধ্যমে চলাচল করে শেষ পর্যায়ে ত্বকে এসে জমা হয়। যার ফলে ত্বকে ফুসকুড়ি বা গোলাকার দলার মতো পিণ্ড তৈরি হয়। সাধারণত ফুসকুড়িগুলো ব্যাথাহীন ও লাল বা নীল রঙের হয়ে থাকে। কখনও কখনও এগুলো নিজে থেকে ফেটে যায়। পিঠ, ঘাড়, মাথা ও স্তনের কাছে এ ধরনের ফুসকুড়ি জানান দেয়, ক্যানসারটি ইতোমধ্যে ফুসফুসের বাইরে ছড়িয়ে গেছে।

লালচে ভাব ও চুলকানি

অ্যালার্জি কিংবা জীবাণু থেকে ত্বকে র‍্যাশ জাতীয় লালচে ভাব হওয়া সাধারণ ঘটনা। তবে কোনো কারণ ছাড়াই পিঠ ও বুকে আংটির গোলাকার লালচে ভাব দেখা দিলে সেটি ফুসফুস ক্যানসারের লক্ষণ। অনেক সময় এ ধরনের র‍্যাশ কিছুটা বেগুনি আকার ধারণ করে এবং চুলকানি সৃষ্টি হয়।

ত্বকে হলদেটে ভাব

ক্যানসারটি লিভারে পৌঁছালে পিত্তনালি বন্ধ হয়ে যায়। ফলে রোগী সাধারণত জন্ডিসে আক্রান্ত হয়। এ সময় চোখ ও ত্বকে অস্বাভাবিক হলদেটে ভাব দেখা দেয়। ত্বকে হলদেটে ভাবের কারণ দ্রুত শনাক্ত করতে পারলে ফুসফুস ক্যানসার নিরাময়ের সম্ভাবনাও বাড়ে।

নখ ও আঙুলে পরিবর্তন

সাধারণত দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগলে হাতের আঙুলে তার ছাপ পড়ে। পরে ফুসফুসে যদি ক্যানসার বাসা বাঁধে তাহলে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে আছে আঙুলের নিচে বা চারপাশে কালচে ভাব, আঙুলের ডগা ফুলে ওঠা, নখ বেঁকে যাওয়া ও খসখসে ভাব দেখা দেওয়া। ফুসফুস ক্যানসার আক্রান্ত হলে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়, যা থেকে এসব পরিবর্তন দেখা দেয়।

ত্বকের ধরন, রঙ পরিবর্তন

ত্বকের চামড়া পুরু হওয়া, খসখসে অনুভূত হলে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ দেখা দিলে অবহেলা করা উচিত নাই। বিশেষজ্ঞদের মতে, ত্বকে আচমকা এ পরিবর্তন হতে পারে ফুসফুস ক্যানসারের অন্যতম সতর্কবার্তা। বিশেষ করে ক্যানসারজনিত অন্যান্য লক্ষণের সঙ্গে এ সমস্যার উপদ্রব হলে দ্রুত ডাক্তারের পরামর্শ ও পরীক্ষা-নীরিক্ষা প্রয়োজন।