ইউক্রেইন-ইযরায়েল সহায়তা প্যাকেজে যা রয়েছে

টিবিএন ডেস্ক

এপ্রিল ২২ ২০২৪, ০:২২

হাউযে ইউক্রেইনের জন্য ১৩.৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়। ছবি: সংগৃহীত

হাউযে ইউক্রেইনের জন্য ১৩.৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়। ছবি: সংগৃহীত

  • 0

হাউযে শনিবার পাস হওয়া বিল অনুযায়ী ৯৫ বিলিয়ন ডলারের প্যাকেজে ইউক্রেইন ও ইযরায়েলকে সামরিক সহায়তা দেবে অ্যামেরিকা। এছাড়াও এই প্যাকেজের মাধ্যমে অ্যামেরিকা অস্ত্র ব্যবস্থা পুনঃনির্মাণ করবে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দেবে।

আগামী সপ্তাহেই বিলটি সেনেটে পাস হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, প্যাকেজটি পাওয়া মাত্রই তিনি তাতে স্বাক্ষর করবেন।

অস্ত্র কেনার জন্য ইউক্রেইনকে দেয়া মোট অর্থের পরিমাণ হবে ১৩.৮ বিলিয়ন ডলার। ইউক্রেইন ‘ক্ষমাযোগ্য ঋণ’ আকারে ৯ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক সহায়তা পাবে।

৪ বিলিয়ন ডলার ব্যয় করা হবে ইযরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃনির্মাণে। ৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে গাজায় মানবিক সহায়তায়।

৩.৩ বিলিয়ন ডলারেরও বেশি সাবমেরিন অবকাঠামো ও উন্নয়নে ব্যয় করা হবে। তাইওয়ান এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সরবরাহ করা অ্যামেরিকান অস্ত্র পুনঃনির্মাণ করতে অতিরিক্ত ১.৯ বিলিয়ন ডলার দেয়া হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন