যে ৫ টি সাধারণ লক্ষণ জানাবে ব্রেন ক্যানসারের ঝুঁকি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২৫, ১২:৫৩

বেশিরভাগ সময় সাধারণ কিছু লক্ষণ জানায় ব্রেন ক্যানসারের পূর্বাভাস।  ছবি: এনডিটিভি

বেশিরভাগ সময় সাধারণ কিছু লক্ষণ জানায় ব্রেন ক্যানসারের পূর্বাভাস। ছবি: এনডিটিভি

  • 0

মাঝে মাঝে বমি অনুভূত হওয়াকে আপনি হয়তো গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির সমস্যা বলে মনে করেন। জানেন কি তীব্র মাথাব্যাথার সঙ্গে বমিভাব হতে পারে মস্তিষ্কের ক্যানসারের প্রাথমিক লক্ষণ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, মস্তিষ্কের ভেতর বড় হতে থাকা টিউমারটি মস্তিষ্কের চারপাশে চাপ তৈরি করে। যার ফলে মস্তিষ্কের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়, এ পরিবর্তনের ফলে বমি বমি লাগে।

আমাদের জীবনে মাথাব্যথা যেন অতি পরিচিত ও সাধারণ সমস্যা। তাই এ রোগের প্রতি আলাদাভাবে নজর দেন না বেশিরভাগ,কিন্তু মাথাব্যথার সঙ্গে যদি বমিভাব, চোখে কম দেখতে পাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে সেটি হতে পারে মস্তিষ্কের টিউমার থেকে, যা ব্রেন ক্যানসারের প্রাথমিক লক্ষণ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে মরণঘাতী এ রোগ নির্ণয় করতে পারলে সাড়িয়ে তোলা অনেকাংশে সম্ভব।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বেশিরভাগ সময় সাধারণ কিছু লক্ষণ জানায় ব্রেন ক্যানসারের পূর্বাভাস।

বমি বমি ভাব

মাঝে মাঝে বমি অনুভূত হওয়াকে আপনি হয়তো গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির সমস্যা বলে মনে করেন। জানেন কি তীব্র মাথাব্যাথার সঙ্গে বমিভাব হতে পারে মস্তিষ্কের ক্যানসারের প্রাথমিক লক্ষণ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, মস্তিষ্কের ভেতর বড় হতে থাকা টিউমারটি মস্তিষ্কের চারপাশে চাপ তৈরি করে। যার ফলে মস্তিষ্কের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়, এ পরিবর্তনের ফলে বমি বমি লাগে।

কগনিটিভ জটিলতা

কগনিটিভ জটিলতা বলতে চিন্তাভাবনা, মনোযোগ, স্মৃতিশক্তি সংক্রান্ত বাঁধাপ্রাপ্তিকে বুঝায়। মস্তিষ্কে টিউমার বেড়ে উঠলে কোনো কিছু সহজে ভুলে যাওয়া, কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, চিন্তা করার সময় এলোমেলো বোধ হওয়ায় সচারচর এমনটা ঘটে থাকে। এ সময় ছোটদের মধ্যেও স্মৃতিশক্তিজনিত সমস্যা দেখা দেয়।

খিঁচুনি ও পেশী দুর্বলতা

জীবনে হয়তো খিঁচুনিজাতীয় অসুখের রেকর্ড নেই, কিন্তু হঠাৎ খেয়াল করলেন মাঝে মাঝে শরীরে খিঁচুনি অনুভব হচ্ছে। তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। মস্তিষ্কের মোটর এড়িয়াতে বেড়ে উঠা টিউমার শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য দায়ী। ফলে পেশী দুর্বলতার সঙ্গে সঙ্গে শরীরে অনেক সময় খিঁচুনি অনুভব হয়।

দৃষ্টিশক্তির সমস্যা

টিউমার মস্তিষ্কে কোনো কিছু দেখার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে। এ থেকে চোখে ঝাপসা দেখা, কোনো কিছু দ্বিগুণ দেখা, ঝলমলে আলো দেখার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের কিছু ঘটলে মস্তিষ্কে ক্যানসারের সম্ভাবনা আছে কি না, সেটি নির্ণয় করতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ক্লান্তি, ভারসাম্যহীনতা

কখনও কখনও ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক ঘটনা। তবে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরা শুরুর দিকে প্রায়শই ক্লান্ত অনুভব করেন। এ অবস্থায় দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজ করলেও হাঁপিয়ে উঠতে পারেন। সেই সঙ্গে দেখা দিতে পারে শরীরের ভারসাম্য পরিচালনায় সমস্যা।