সিরিয়ায় সহিংসতার জন্য এরদোঁয়াকে দুষলেন আসাদ

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১৬:৫১

রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া ও বাশার আল-আসাদ। ফাইল ছবি

রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া ও বাশার আল-আসাদ। ফাইল ছবি

  • 0

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সহিংসতার জন্য তুর্কিয়েকে দায়ী করেছেন। সেই সঙ্গে তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়ার সঙ্গে আসন্ন বৈঠকের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

স্কাই নিউজ আরাবিয়ার সঙ্গে বুধবার একান্ত সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘সিরিয়ায় সন্ত্রাসবাদ মূলত তুর্কিয়ের কারণে হয়েছে। এরদোঁয়ার আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্য সিরিয়ায় তুর্কি দখলদারত্বকে বৈধতা দেয়া। এরদোঁয়ার সঙ্গে কেন দেখা করব? কোমল পানীয় খেতে?’

এ সময় সিরিয়া থেকে টার্কিশ বাহিনী প্রত্যাহারের উপর জোর দেন আসাদ।

কয়েক মাসের মধ্যে কোনো বিদেশি মিডিয়া আউটলেটকে এই প্রথম সাক্ষাৎকার দিলেন আসাদ। এটি বুধবার সম্প্রচারিত হবে। তবে এর আগে স্কাই নিউজ আরাবিয়া কিছু অংশ প্রকাশ করেছে।

সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের জন্য তুর্কিয়েকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দামেস্ক। গত মে মাসে দুই দেশের মন্ত্রীরা সম্পর্ক উন্নয়নের উদ্দেশে একটি রোডম্যাপ সেট করতে সম্মত হন।

তুর্কিয়ে আসাদকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। সিরিয়ার বিদ্রোহীরা তুরস্ক-সমর্থিত। ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তিনটি বড় অনুপ্রবেশ করে কিছু অংশ নিয়ন্ত্রণে নেয় তুর্কিয়ের সেনাবাহিনী।

বিরোধী বাহিনী এখনও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল দখলে রেখেছে, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ ও সহিংসতা অব্যাহত রয়েছে।

আসাদ সরকার টিকে আছে রাশিয়া ও ইরানের সমর্থনে। সিরিয়া গত কয়েক বছরে মিত্রদের সহায়তায় বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে এবং যুদ্ধের জোয়ারকে নিজেদের পক্ষে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে।