ভোটার আইডি বাধ্যতামূলক করতে চান ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৫, ১৮:২৭

হোয়াইট হাউসের ওভাল অফিসে ২৫ আগস্ট এক বৈঠকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের ওভাল অফিসে ২৫ আগস্ট এক বৈঠকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

প্রেসিডেন্ট জানান, তিনি ডাকযোগে ভোটও বন্ধ করতে চান, তবে যারা খুবই অসুস্থ এবং অনেক দূরে সামরিক বাহিনীতে কর্মরত, তাদের ক্ষেত্রে ডাকযোগে ভোট প্রযোজ্য হবে।

প্রত্যেক ভোটারের ভোটার আইডেন্টিফিকেশন বা পরিচয়পত্র বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশে সই করা হবে বলে শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘প্রতিটি ভোটের আবশ্যিক অংশ হওয়া উচিত ভোটার আইডি। কোনো ব্যতিক্রম নয়!

‘এর (ব্যতিক্রম) অবসানে আমি নির্বাহী আদেশ দেব।’

প্রেসিডেন্ট জানান, তিনি ডাকযোগে ভোটও বন্ধ করতে চান, তবে যারা খুবই অসুস্থ এবং অনেক দূরে সামরিক বাহিনীতে কর্মরত, তাদের ক্ষেত্রে ডাকযোগে ভোট প্রযোজ্য হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যামেরিকার নির্বাচনি ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ করে আসছেন ট্রাম্প। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনি পরাজয়কে তিনি ব্যাপক জালিয়াতির ফল হিসেবে ভুয়া দাবি করে আসছেন।

প্রেসিডেন্ট ও তার রিপাবলিকান মিত্ররা অ্যামেরিকার অনাগরিকদের মাধ্যমে ব্যাপক ভোট দেওয়ার ভিত্তিহীন দাবি করেছেন। যদিও বাস্তবে সেটি অবৈধ এবং বিরল ঘটনা।

বিভিন্ন সময়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমের বিপক্ষে কথা বলেছেন ট্রাম্প। এর পরিবর্তে তিনি কাগজের ব্যালট এবং হাতে ভোট গণনার পক্ষে মত দেন।

ট্রাম্পের পছন্দের প্রক্রিয়াকে সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও অনেক কম নির্ভুল বলে মত দিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা।