লন্ডন থেকে ঢাকার পথে জুবাইদা রহমান

বাসস

প্রকাশিত: ডিসেম্বর ৫ ২০২৫, ০:৪২

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর ডা. ‍জুবাইদাকে বহনকারী বিমানটি লন্ডন ছাড়ে। ছবি: বাসস

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর ডা. ‍জুবাইদাকে বহনকারী বিমানটি লন্ডন ছাড়ে। ছবি: বাসস

  • 0

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর তাকে বহনকারী বিমানটি লন্ডন ছাড়ে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর, শুক্রবার সকাল পৌনে ১০টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জোবাইদা রহমান বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন।

তিনি লেখেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন, তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন।

‘ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, যার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিয়ে উদ্বেগ রয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের মধ্যে।