
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং:
দেখুন বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ে স্থান পেল কারা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০ ২০২৫, ৮:৩৫ হালনাগাদ: ডিসেম্বর ৭ ২০২৫, ১৩:০৬

২০২৬ সালের জন্য সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ। ছবি: এনডিটিভি
- 0
সেরা ১০ এর তালিকায় এশিয়া থেকে জায়গা পেয়েছে মাত্র একটি বিশ্ববিদ্যালয়।
আজকের কঠিন প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায়, খুব অল্প কিছু বিশ্ববিদ্যালয়ই মূলত সত্যিকারের বিশ্বসেরা হয়ে ওঠতে পারে। যেখানে একদিকে যুগান্তকারী গবেষণা হয়, অন্যদিকে বিশ্বমানের শিক্ষা দেওয়া হয়। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো শুধু শিক্ষার কেন্দ্র নয়, এগুলো উদ্ভাবনের বাতিঘর।
অ্যাকাডেমিক উৎকর্ষতা, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করেছে ২০২৬ সালে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা।
চলুন এক নজরে দেখে নেয়া যাক তালিকার শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয়গুলো:
১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ,অ্যামেরিকা- অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে এমআইটি টানা চৌদ্দ বছর ধরে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত এমআইটি, প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
২. ইম্পেরিয়াল কলেজ, লন্ডন (ব্রিটেন)- ঐতিহাসিক ব্রিটিশ প্রতিপক্ষ অক্সফোর্ড এবং কেমব্রিজকে পিছনে ফেলে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত প্রোগ্রামে তার উৎকর্ষতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত কলেজটি গবেষণার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে পরিচিত।
৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অ্যামেরিকা- আগের র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবার উঠে এসেছে তালিকার তৃতীয় স্থানে। টেকসই উন্নয়ন আর আন্তর্জাতিক শিক্ষকদের ভালো পারফরম্যান্সের কারণে বিশ্ববিদ্যালয়টি এই অবস্থানে এসেছে।
৪. অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেন- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি শীর্ষ ৫-এ তার অবস্থান ধরে রেখেছে। ৯০০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক উৎকর্ষতা আর ঐতিহ্যের প্রতীক।
৫. হার্ভার্ড ইউনিভার্সিটি, অ্যামেরিকা- অ্যামেরিকার প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত, হার্ভার্ড অ্যামেরিকান উচ্চশিক্ষার জন্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।
৬. কেমব্রিজ ইউনিভার্সিটি, ব্রিটেন- ৮০০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অক্সফোর্ডের মতো, ক্যামব্রিজও ঐতিহাসিক তাৎপর্যের সাথে অত্যাধুনিক গবেষণা এবং শিক্ষার সমন্বয় ঘটিয়েছে। আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন এবং স্টিফেন হকিংয়ের মতো বিখ্যাত সাবেক শিক্ষার্থীদের যুগান্তকারী সব আবিষ্কার আজও পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা বদলে দিচ্ছে।
৭. ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড- সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিখ (ইটিএইচ জুরিখ) ইউরোপের সর্বোচ্চ স্থান অধিকারী বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত। এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।
৮. সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস), সিঙ্গাপুর- এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে সেরা দশের তালিকায় স্থান পেয়েছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি (এনএসইউ)। বিশ্বব্যাপী স্বীকৃতি সহ এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এনএসইউ পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধনকারী একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
৯. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), ব্রিটেন- তালিকার নবম স্থানে আছে ইউসিএল। এটি ইংল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে জাতি, শ্রেণী বা ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। ইউসিএল ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।
১০.ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক), অ্যামেরিকা- ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রকৌশল প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করার পাশাপাশি জায়গা করে নিয়েছে শীর্ষ দশে। ক্যালটেক পদার্থবিদ্যা, রসায়ন, প্রকৌশল এবং মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।