চিপসের প্যাকেটে অর্থ দিয়েছেন মেয়র এরিকের স্বেচ্ছাসেবী, অভিযোগ রিপোর্টারের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ২৩:১৮ হালনাগাদ: নভেম্বর ১০ ২০২৫, ১১:৫৫

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পুনর্নির্বাচন ক্যাম্পেইন থেকে  স্বেচ্ছাসেবী উইনি গ্রেকোকে বরখাস্ত করা হয়েছে। ছবি: আইউইটনেস নিউজ

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পুনর্নির্বাচন ক্যাম্পেইন থেকে স্বেচ্ছাসেবী উইনি গ্রেকোকে বরখাস্ত করা হয়েছে। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

মেয়র এরিক অ্যাডামসের ক্যাম্পেইনের মুখপাত্র টড শ্যাপিরো এক বিবৃতিতে জানান, তারা সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে হতবাক। মেয়রের ক্যাম্পেইনে কোনো পদবি নেই উইনি গ্রেকোর। তাকে ক্যাম্পেইন সংক্রান্ত সব ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একজন রিপোর্টারকে পটেটো চিপসের প্যাকেটে নগদ অর্থ দেওয়ার অভিযোগে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পুনর্নির্বাচন ক্যাম্পেইন থেকে এক স্বেচ্ছাসেবীকে বরখাস্ত করা হয়েছে।

আইউইটনেস নিউজ বৃহস্পতিবার জানায়, মেয়রের ক্যাম্পেইন উইনি গ্রেকোকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে বুধবার দ্য সিটি এক প্রতিবেদনে জানায়, চিপসের প্যাকেটে ভরে তাদের এক রিপোর্টারকে অর্থ দেওয়ার চেষ্টা করেন উইনি।

মেয়র এরিক অ্যাডামসের ক্যাম্পেইনের মুখপাত্র টড শ্যাপিরো এক বিবৃতিতে জানান, তারা সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে হতবাক। মেয়রের ক্যাম্পেইনে কোনো পদবি নেই উইনি গ্রেকোর। তাকে ক্যাম্পেইন সংক্রান্ত সব ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না নিউ ইয়র্ক সিটি মেয়র। তিনি সবসময় সর্বোচ্চ নৈতিক ও আইনি মানদণ্ড বজায়ে জোর দিয়েছেন। তার মূল নজর সাধুতার সঙ্গে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সেবা দেওয়া।

এদিকে গ্রেকোর আইনজীবী স্টিভেন ব্রিল জানান, অর্থের লেনদেন ছিল নির্দোষ। এটি নগদ পরিশোধ ছিল না।

আইনজীবী আরও জানান, উইনির উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সরল। চীনের সংস্কৃতিতে বন্ধুত্ব বা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই অর্থ প্রদান করা হয়।