অস্বাভাবিকভাবে ফুলে গেছে ঠোঁট, ব্যথায় কাতরাচ্ছেন উরফি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ১২:১২ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৩:১৩

অস্বাভাবিকভাবে ফুলে গেছে উরফির ঠোট। ছবি: নিউজ টুয়েন্টি ফোর

অস্বাভাবিকভাবে ফুলে গেছে উরফির ঠোট। ছবি: নিউজ টুয়েন্টি ফোর

  • 0

উরফির ইন্সটাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ব্যথায় কাতরাচ্ছেন তিনি।

আবারও শিরোনামে সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং ফ্যাশন আইকন উরফি জাভেদ। তবে এবার তার উদ্ভট ফ্যাশনের জন্য নয় বরং তার ফোলা ঠোঁটের জন্য শিরোনামে এসেছেন এই ভারতীয় ইনফ্লুয়েন্সার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তার ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। মুখের তুলনায় ঠোঁট দ্বিগুণ আকার ধারণ করেছে! চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল, যা দেখে রীতিমত শিউরে উঠছেন ভক্তরা।

উরফির ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসক তার ঠোঁটে ইনজেকশন দিচ্ছেন।

ক্যাপশনে উরফি লেখেন, ‘এটা ফিলার নয়, আমি আমার ফিলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আগের সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার নেব, তবে এবার সূচ ছাড়া কোনো পদ্ধতি বেছে নেব। ফিলার সরানোর এই প্রক্রিয়াটা খুবই যন্ত্রণাদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন এটা না করেন।’

এর আগেও উরফি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি লিপ ফিলার ও বোটক্স ব্যবহার করেন। এবার নিজেই জানালেন, দীর্ঘদিন ফিলার ব্যবহারের পর নিজের স্বাভাবিক চেহারা ফিরে পেতে চান তিনি।

শনিবার এক ছবি পোস্ট করে লেখেন, ‘বিশ্বাস হচ্ছে না, আমি ফিলার সরাচ্ছি! ১৮ বছর বয়স থেকে ফিলার নিচ্ছি, নিজের ঠোঁটের আসল রূপ বহু দিন দেখিনি। তবে এক সপ্তাহের মধ্যে আবার ফিলার নেব, এবার আরও সূক্ষ্ম পদ্ধতিতে।’

উরফির এ পোস্টের পর নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার স্বাভাবিক চেহারাকে আরও ভালো বলে মন্তব্য করেছেন।অনেকেই আবার তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।