বিবিসিকে তিনি শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ধর্মঘটের কোনো সমাধান না আসা পর্যন্ত কাজ শুরু করার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘কোনোভাবেই না। হলিউডের সঙ্গে এখানে যারা কাজ করছেন তাদের সম্পর্কের স্বরূপ নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’
স্ট্রিমিং সার্ভিসে মুক্তি দেয়া সিনেমার লভ্যাংশ ও অন্যান্য দাবিতে শুক্রবার থেকে ধর্মঘটে রয়েছেন।
এ ধর্মঘট শুধু তারকাদের জন্যই নয়, নোলান মনে করেন সিনেমা শিল্পে কাজ করা অসংখ্য কলাকুশলীদের জন্য এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘এটা আমার সঙ্গে সম্পর্কিত নয়, আমার সিনেমার তারকাদের ব্যাপারও নয়। এটা যারা চাকরি করছেন, যারা স্টাফ রাইটার আছেন, যাদের পরিবার রয়েছে ও জীবিকা নির্বাহ করছেন চাকরি করে, এ ধর্মঘট তাদের জন্য।’
চলমান ধর্মঘটকে শিল্পখাতের জন্য জরুরি উল্লেখ করে নোলান বলেন, কেউই ধর্মঘট চায় না। কিন্তু কোনো কোনো সময়ে এটা জরুরি হয়ে পড়ে। এখন তেমনই একটা সময়।
নোলান এ মুহূর্তে ব্যস্ত তার সবশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ এর প্রচারণায়। প্রচারণার কাজে লন্ডন রয়েছেন তিনি।
অ্যামেরিকান পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক সিনেমাটি মুক্তি পাচ্ছে ২১ জুলাই।