‘আপনি সাংবাদিক নাকি সন্ত্রাসী?’, অর্ণব গোস্বামীকে প্রশ্ন হামিদ মীরের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১১ ২০২৫, ১৭:৪৯ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ৪:৩১

ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী ও পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। ছবি: ড্রিম ডিটিএইচ ও উইকিমিডিয়া কমন্স

ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী ও পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। ছবি: ড্রিম ডিটিএইচ ও উইকিমিডিয়া কমন্স

  • 0

ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামীর বক্তব্যের ভিডিও এক্সে শেয়ার করে তার ক্যাপশনে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর লিখেন, ‘আপনি সাংবাদিক নাকি সন্ত্রাসী? কীভাবে আপনি পাকিস্তানিদের হুমকি দিতে পারেন? আপনি পরাজিত ছাড়া কিছুই নন।’

‘পাকিস্তানিরা, এটা শুনুন। জিও নিউজ ও এআরওয়াই নিউজে অর্থহীন বিষয় শোনা বন্ধ করুন। এসব চ্যানেল আপনাদের কাছে মিথ্যাচার করছে। আপনারা ভারতের সবচেয়ে বড় সংবাদ নেটওয়ার্কের (রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক) কাছ থেকে এটা শুনছেন।

‘আপনাদের বিরুদ্ধে আমরা সক্রিয় আছি। কীভাবে আচরণ করতে হয়, সেটা না জানলে আমরা আপনাদের সন্ত্রাসীদের শেষ করে দেব এবং আমরা আপনাদের সেনাবাহিনীকে ধ্বংস করব। চলেন এবার বিতর্কে যাওয়া যাক।’

কথাগুলো ভারতের রক্ষণশীল সংবাদমাধ্যম রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর। রিপাবলিকের ‘দ্য ডিবেট উইথ অর্ণব’ নামের একটি অনুষ্ঠানের ভিডিওর খণ্ডিত অংশে ছিল বক্তব্যগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (একসময়ের টু্ইটার) খণ্ডিত ভিডিওটি সংযুক্ত করে রবিবার রাতে একটি পোস্ট দেন পাকিস্তানের আলোচিত সাংবাদিক, কলামিস্ট ও লেখক হামিদ মীর।

অর্ণব তার বক্তব্যে যে দুটি সংবাদমাধ্যমের কথা উল্লেখ করেছেন, তার একটি জিও নিউজ। সেখানে রাজনৈতিক টকশো ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করেন হামিদ মীর।

ভারতীয় সাংবাদিক অর্ণবের উল্লিখিত বক্তব্যের ভিডিও এক্সে শেয়ার করে তার ক্যাপশনে পাকিস্তানি সাংবাদিক হামিদ লিখেন, ‘আপনি সাংবাদিক নাকি সন্ত্রাসী? কীভাবে আপনি পাকিস্তানিদের হুমকি দিতে পারেন? আপনি পরাজিত ছাড়া কিছুই নন।’

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে সাংবাদিকসহ বিভিন্ন মহলে। হামিদ মীরের সর্বশেষ পোস্টে তার আঁচ পাওয়া গেছে।