আইসের অভিযানে সেনা ব্যবহার বন্ধে জরুরি আদেশ চায় ক্যালিফোর্নিয়া

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১০ ২০২৫, ২১:০৫ হালনাগাদ: নভেম্বর ১১ ২০২৫, ১৮:১৮

লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে মঙ্গলবার মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে মঙ্গলবার মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

  • 0

স্টেইটের কর্মকর্তারা প্যাসিফিক সময় দুপুর একটার মধ্যে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারকের কাছে সাময়িক আদেশের অনুরোধ করেছেন।

লস অ্যাঞ্জেলেস এলাকায় মেরিনস ও ন্যাশনাল গার্ড সেনাদের ব্যবহার সীমিত করতে জরুরি আদেশ প্রদানের জন্য মঙ্গলবার ফেডারেল আদালতকে অনুরোধ করেছেন ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, স্টেইটের কর্মকর্তারা প্যাসিফিক সময় দুপুর একটার মধ্যে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারকের কাছে সাময়িক আদেশের অনুরোধ করেছেন।

তাদের আরজি, অভিবাসীদের গ্রেপ্তার অভিযান কিংবা চেকপয়েন্ট সামলানোর মতো আইন প্রয়োগের অন্যান্য কর্মকাণ্ডে ইমিগ্রেশন এজেন্টদের সঙ্গ দিতে পারবে না মেরিনস ও অন্যান্য সেনারা।

লস অ্যাঞ্জেলেসে চার হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল ক্যালিফোর্নিয়া। সেনা ব্যবহার সীমিত করতে আদেশের অনুরোধটি সে মামলারই অংশ।

ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সেনা মোতায়েন অপ্রয়োজনীয় ও উসকানিমূলক কাজ।

স্টেইটটির যুক্তি হলো অসাংবিধানিকভাবে গভর্নর গ্যাভিন নিউসমকে পাশ কাটিয়ে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এদিকে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি নিয়ে গভর্নর নিউসমের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বন্দ্ব আইনি গণ্ডি পেরিয়ে বাকযুদ্ধে রূপ নিয়েছে।

প্রেসিডেন্ট সোমবার নিউসমের সঙ্গে ফোনালাপের যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিউসম বলেন, অ্যামেরিকানদের সতর্ক হওয়া উচিত। যে প্রেসিডেন্ট সড়কে মেরিনস মোতায়েন করেছেন, তিনি কার সঙ্গে কথা বলছেন, সেটাও জানেন না।