অ্যামেরিকার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন না করলে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি মঙ্গলবার বলেন, ‘তারা (ভারত) ২৫ শতাংশ (শুল্ক) প্রদান করতে যাচ্ছে।’
সিএনএন জানায়, ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে কি না, তা ট্রাম্পের কাছে জানতে চান এক রিপোর্টার।
জবাবে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি।’
অ্যামেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার সোমবার সিএনবিসিকে জানান, ভারতের সঙ্গে এখনও সম্পন্ন না হওয়া বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আরও আলোচনা দরকার।
অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে জেমিসন বলেন, ‘তাদের বাজারের আংশিক উন্মুক্ত করতে জোরালো আগ্রহ দেখিয়েছে তারা। আমরা অবশ্যই তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইচ্ছুক, তবে আমি মনে করি, এ নিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আরও আলোচনা দরকার আমাদের, যাতে করে তারা কতটা উচ্চাকাঙ্ক্ষী হতে চায়, তা আমরা দেখতে পারি।’
সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলোতে ট্রাম্প আরও জোরালোভাবে দেশগুলোকে অ্যামেরিকার পণ্যের জন্য বন্ধ হওয়া বাজার উন্মুক্তের তাগিদ দিয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ১ আগস্টের আগেই অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।