হাইকিং করতে গিয়েই মৃত্যু অভিনেতা স্যান্ডসের

টিবিএন ডেস্ক

জুন ২৮ ২০২৩, ৪:০১

জানুয়ারি থেকে নিঁখোজ ছিলেন জুলিয়ান স্যান্ডস। ছবি: টুইটার

জানুয়ারি থেকে নিঁখোজ ছিলেন জুলিয়ান স্যান্ডস। ছবি: টুইটার

  • 0

হাইকিং করার সময় মৃত্যু হয়েছে হলিউড অভিনেতা জুলিয়ান স্যান্ডসের। বিষয়টি নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট।

ক্যালিফোর্নিয়ার মাউন্ট বল্ডি পাহাড়ের কাছে শনিবার অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ খুঁজে পায় একদল হাইকার। মঙ্গলবার শেরিফ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সেগুলো স্যান্ডসের দেহের।

গত জানুয়ারিতে ১০ হাজার ফিট উচ্চতার মাউন্ট বল্ডিতে হাইকিং করতে যেয়ে নিঁখোজ হন স্যান্ডস। তাকে খুঁজতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করেও লাভ হয়নি।

তীব্র শীত ও কুয়াশার কারণে বাতিল করতে হয় উদ্ধার অভিযান। নিখোঁজ হবার পাঁচমাস পর ওই এলাকাতেই পাওয়া যায় তার দেহাবশেষ।

শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, ৬৫ বছর বয়সী স্যান্ডসের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। আরও পরীক্ষার পর সেটা জানা যাবে।

স্যান্ডসকে জীবিত উদ্ধারের আশা প্রায় শেষ হয়ে গেলেও শেরিফ ডিপার্টমেন্ট নিয়মিত তার খোঁজে উদ্ধার অভিযান চালিয়েছে। তার দেহাবশেষ পাওয়ার আগের দিনেও আনুষ্ঠানিক উদ্ধার অভিযান চালানো হয়েছে বলে জানানো হয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে।

আশি ও নব্বইয়ের দশকে ‘আ রুম উইদ আ ভিউ’ ও ‘লিভিং লাস ভেগাস’-এর মতো অস্কার মনোনীত ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করেন বৃটেনে জন্ম নেয়া এ অভিনেতা।


0 মন্তব্য

মন্তব্য করুন