নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবেন হিলারি, যদি…

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫ ২০২৫, ২০:৫৮

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সাবেক সেক্রেটারি অব স্টেইট হিলারি ক্লিনটন। ছবি: এনডিটিভি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সাবেক সেক্রেটারি অব স্টেইট হিলারি ক্লিনটন। ছবি: এনডিটিভি

  • 0

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের পূর্বনির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক পডকাস্টে হিলারি তার ইচ্ছার কথা জানান।

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য চরম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক সেক্রেটারি অব স্টেইট হিলারি ক্লিনটন, তবে এ ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

এনডিটিভি জানায়, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের পূর্বনির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক পডকাস্টে হিলারি তার ইচ্ছার কথা জানান।

সাবেক সেক্রেটারি অব স্টেইটের ভাষ্য, ট্রাম্প যদি ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ বন্ধ করতে পারেন, তিনি যদি ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে না দিয়ে যুদ্ধের ইতি টানতে পারেন এবং তিনি যদি সত্যিকার অর্থে পুতিনের মোকাবিলা করতে পারেন, তাহলে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবেন তিনি।

হিলারির বিবেচনায় ট্রাম্প কোনো বন্ধুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন না; তিনি বৈঠকে বসতে যাচ্ছেন এমন এক প্রতিপক্ষের, যিনি অ্যামেরিকা ও পশ্চিমা জোটের ধ্বংস দেখতে চান।

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে ‘জয়েন্ট বেইজ এলমেনডর্ফ-রিচার্ডসন’ নামের সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বেশ আলোচিত বৈঠকের আগে মন্তব্যগুলো করেন হিলারি।

বৈঠকের জন্য আলাস্কায় পৌঁছার আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার আশা পুতিনের সঙ্গে বৈঠকটা সন্তোষজনক হবে। আর তা না হলে খুব দ্রুত বাসায় ফিরে আসবেন তিনি।