সৌদিতে সামাদ এগ্রো ফার্মের কোরবানির গরু কিনে মিলবে ফ্রি ডেলিভারি

শিহাব শাহিন, সৌদি আরব

প্রকাশিত: মে ২৭ ২০২৫, ২০:১০ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১১:৫৮

সামাদ এগ্রো ফার্মের গরু। ছবি: টিবিএন

সামাদ এগ্রো ফার্মের গরু। ছবি: টিবিএন

  • 0

ফার্মটিতে রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই পছন্দের গরু নিতে আসছেন প্রবাসী বাংলাদেশিরা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌদি আরবের রিয়াদে এ বছরও সামাদ এগ্রো ফার্মের উদ্যোগে জমে উঠেছে গরুর বাজার।

প্রতিষ্ঠানটি জানায়, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা চিন্তা করেই প্রতি বছর নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।

রিয়াদের আল হায়েরের শুখ জামেল এলাকার ফার্মটিতে মিলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ব্রাজিল থেকে আনা পাঁচ শতাধিক উন্নতমানের গরু। সেখানে ছোট, মাঝারি ও বড় আকারের গরু রয়েছে। এগুলোর দাম পড়বে সাত থেকে ১১ হাজার রিয়াল।

খামারটির মালিক আবিদ কোরেশি বলেন, ‘গরুর প্রাইস হলো আপনার সাত থেকে ১১ হাজার টাকা (রিয়াল)। রিয়াদের যেকোনো জায়গায় হোম ডেলিভারি ফ্রি।

‘এটা আপনার অন্যান্য জায়গায় দেয় না। আমরা ঈদের উপলক্ষে এই হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি।’

সামাদ ফার্মের কোরবানির পশু বিক্রি নিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মী বলেন, ‘আমরা বিশাল একটা আয়োজন করছি। এই আয়োজনটা হচ্ছে আমরা যারা গরু কিনবে সাত থেকে আমাদের ১১ হাজার টাকার (রিয়াল) ভিতরে, আমাদের কাছে গরু আছে।

‘রিয়াদের যেকোনো জায়গায় হোম ডেলিভারি আমাদের থেকে একদম ফ্রি।’

ওই কর্মী জানান, 0544504102 ও 0541529738 নম্বরে যোগাযোগ করে তাদের সেবা নিতে পারবেন ক্রেতারা।

ফার্মটিতে রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই পছন্দের গরু নিতে আসছেন প্রবাসী বাংলাদেশিরা।

গরুর দাম ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

কোরবানির পশু কিনতে আসা এক বাংলাদেশি বলেন, ‘কোরবানির ঈদ কেন্দ্র করে যদি কোরবানি দিতে চান, তাহলে আপনারা সামাদ মিট শপ, আবিদ কোরেশি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা অল্প টাকায় সুন্দর গরু কিনতে পারবেন।’

প্রবাসী আরেক ক্রেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ একটা গরু নিয়েছি ৯ হাজার ৫০০ টাকা (রিয়াল) দিয়ে। প্রায় মনে হয় তিন মণের মতো মাংস হবে।

‘আলহামদুলিল্লাহ গরুটা খুব দেখতে ভালো। যারা প্রবাসী আছেন রিয়াদের ভিতরে, আলহামদুলিল্লাহ সবাই আসেন আবিদ কোরেশি ভাইয়ের সাথে কথা বলে। উনার থেকে কথা বলে গরু নিয়ে যান। খুবই সুন্দর।’

এগ্রো ফার্মের মালিক আবিদ কোরেশি জানান, গতবারের তুলনায় এ বছর ক্রেতার উপস্থিতি ভালো।

তিনি আরও জানান, তাদের নিজস্ব পরিবহনে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে কোরবানির গরু।