জার্মানিতে রেলওয়ে স্টেশনে ছুরি হামলা, আহত কমপক্ষে ১২

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৩ ২০২৫, ২০:০২

ছুরি হামলার পর হামবুর্গ রেলওয়ে স্টেশনের হামলাস্থল ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা। ছবি: ডয়চে ভেলে

ছুরি হামলার পর হামবুর্গ রেলওয়ে স্টেশনের হামলাস্থল ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা। ছবি: ডয়চে ভেলে

  • 0

স্থানীয় সংবাদপত্র বিল্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

জার্মানির হামবুর্গে একটি রেলওয়ে স্টেশনে শুক্রবার সন্ধ্যায় ছুরি হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদপত্র বিল্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বিল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহত ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জখম হয়েছেন তিনজন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন অপর ছয়জন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, হামলাকারীর উদ্দেশ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামবুর্গ পুলিশ জানায়, রেলওয়ে স্টেশনে একজন ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনকে আহত করেছেন বলে খবর পাওয়া গেছে। সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।