ভারতের মুম্বাই শহরের কাছে একটি ট্রেনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যার ঘটনায় আরপিএফ-এর এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চেতন সিং সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে নিজের অটোমেটেড সার্ভিস অস্ত্র থেকে ১২ রাউন্ড গুলি চালান।
এতে সিংয়ের ঊর্ধ্বতন অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর (এএসআই) টিকারাম মিনাসহ তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীদের শনাক্তের চেষ্টা চলছে।
ইন্ডিয়ান রেলওয়ের কর্মকর্তাদের ধারণা, সাম্প্রদায়িক ইস্যুতে মিনা ও সিংয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে সিং গুলি চালান। মিনাও তার পিস্তল থেকে প্রায় ১০ রাউন্ড পাল্টা গুলি ছোড়েন।
সিংকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি রেল পুলিশের হেফাজতে রয়েছেন। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলেছে, ৩৩ বছর বয়সী সিং গুলি চলানোর পর পালানোর জন্য ট্রেনের অ্যালার্ম চেইন টেনে বোরিভালিতে নেমে যান। অবশ্য পরে তিনি ভায়ন্দর থানায় আত্মসমর্পণ করেন।
ওয়েস্টার্ন রেলের ইন্সপেক্টর জেনারেল ও প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার পি সি সিনহা সাংবাদিকদের বলেন, ‘কনস্টেবল চেতন সিং মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রথমে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করেন। তাকে থামাতে যে যাত্রীরা এগিয়ে এসেছিলেন তাদের ওপরও গুলি চালান তিনি। আজই তিনি ছুটি থেকে ফিরেছেন।’
স্থানীয় বিজেপি নেতা মনীষা চৌধুরি ঘটনার খোঁজ নিতে বোরিভালি রেলওয়ে থানায় গিয়েছেন। তিনি বলেছেন, ‘ঘটনার সঠিক কারণ জানতে অবশ্যই একটি পূর্ণ তদন্ত করা হবে। অভিযুক্ত সন্দেহভাজন বিষণ্ণতায় ভুগছিলেন কিনা বা দায়িত্ব পালনের সময় বিরক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হবে।’