বিগত তিন মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ উল্লেখযোগ্য হারে কমে আসার খবরের পরিপ্রেক্ষিতে ব্যুরো অব লেবার স্ট্যাটিকস-বিএলএস তথা শ্রম পরিসংখ্যান বুরোর প্রধানকে শুক্রবার বরখাস্তের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বিএলএস কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে একহাত নেন।
ট্রাম্প জানান, দেশের চাকরির প্রতিবেদন তৈরি করছেন বাইডেন নিযুক্ত ব্যক্তি। তাকে (ম্যাকএন্টারফার) বরখাস্ত করতে তিনি প্রশাসনকে আদেশ দিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের চাকরির সঠিক সংখ্যা দরকার। তার (ম্যাকএন্টারফার) স্থলাভিষিক্ত হবেন এমন কেউ, যিনি অনেক বেশি দক্ষ ও যোগ্য। এর (চাকরির বাজার) মতো গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো অবশ্যই নিরপেক্ষ ও যথার্থ হতে হবে; রাজনৈতিক স্বার্থের জন্য এগুলোকে হেরফের করা যাবে না।’
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানান, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের পরপরই ম্যাকএন্টারফারকে বরখাস্ত করা হয়েছে।
বিএলএস শুক্রবার সকালে প্রকাশিত প্রতিবেদনে জানায়, জুলাইয়ে অ্যামেরিকার অর্থনীতিতে মাত্র ৭৩ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে। এটি ধারণার চেয়ে বেশ কম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মে ও জুন মাসের চাকরির সংখ্যা সংশোধন করেছে বিএলএস। সংশোধিত হিসাব অনুযায়ী, দুই মাসে সম্মিলিতভাবে চাকরি কমেছে আগের সংখ্যার চেয়ে দুই লাখের বেশি।
বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে এনবিসির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেননি ম্যাকএন্টারফার।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩ সালের জুলাইতে ম্যাকএন্টারফারকে মনোনীত করেন। ২০২৪ সালের জানুয়ারিতে সিনেটে ৮৬-৮ ভোটে তার নিয়োগ নিশ্চিত করা হয়।