রুটের সেঞ্চুরিতে অ্যাশেজের প্রথম দিন ইংল্যান্ডের

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৯:২৩

সেঞ্চুরির পর জো রুটের উদযাপন। ছবি: ইসিবি

সেঞ্চুরির পর জো রুটের উদযাপন। ছবি: ইসিবি

  • 0

জো রুটের সেঞ্চুরিতে অ্যাশেজ সিরিজে দারুণ শুরু করেছেন ইংল্যান্ড। সাবেক অধিনায়কের ১১৮* রানের সাহায্যে ৮ উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৪।

বার্মিংহামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। শুরুতে ১২ রান করা বেন ডাকেটকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন জশ হেইজলউড।

এরপর জ্যাক ক্রলি ও অলিভার পোপ গড়েন ৭০ রানের জুটি। ৩১ রান করে আউট হন পোপ আর ৬১ রান আসে ক্রলির ব্যাট থেকে। এরপর আক্রমণ শুরু করেন রুট।

হ্যারি ব্রুক (৩২) ও স্টোকস (১) রুটকে সঙ্গ দিতে না পারলেও রানের চাকা সচল রাখেন তিনি। ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে রুট গড়েন ১২১ রানের জুটি।

নেইথান লায়নের বলে ৭৮ রান করা বেয়ারস্টো বিদায় নেন। অন্যপ্রান্তে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রুট।

টেইল এন্ডে তাকে সহায়তা দেন মইন আলি (১৮), স্টুয়ার্ট ব্রড (১৬) ও ওলি রবিনসন (১৭*)। রুট অপরাজিত থাকেন ১১৮ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে লায়ন ৪টি, হেইজলউড ২টি, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট নেন। দিনশেষে অস্ট্রেলিয়ার হয়ে ৮ রান নিয়ে ক্রিজে ছিলেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গী উসমান খোয়াজার ব্যাট থেকে এসেছে ৪*।


0 মন্তব্য

মন্তব্য করুন