শেষ দেখতে চান হিরো আলম

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৩, ১২:৩৮

নির্বাচন কমিশনে হিরো আলম। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে হিরো আলম। ছবি: সংগৃহীত

  • 0

ঢাকা- ১৭ আসনে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, ‘উপনির্বাচনে ভোট কারচুপি হয়েছে এবং ভোট কারচুপির ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি এ নির্বাচনের শেষ দেখব।’

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে রোববার আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকা- ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

বিজয়ী প্রার্থী আরাফাতকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ না করাতে স্পিকারের প্রতি অনুরোধ জানান হিরো আলম।

ইসিতে আপিল খারিজ হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘যেহেতু আমার কাছে উপনির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের প্রমাণ আছে, আমি হাইকোর্টে যাব এবং এর শেষ দেখব।’

আবেদনে হিরো আলম লিখেছেন, ‘গত ১৭ জুলাই ঢাকা- ১৭ উপনির্বাচনে আমি একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনের দিন আমি ই-মেইলের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছিলাম যে নির্বাচনের এক ঘণ্টার মধ্যে আমার ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। ভোট কারচুপি ও অনিয়ম হয়েছে।’

তিনি বলেন, ‘বিকেল ৩টায় আমি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে গেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্যাডাররা ইচ্ছাকৃতভাবে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দেশ-বিদেশের মানুষ ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে হামলা দেখেছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের তাড়িয়ে দিয়ে ভোট গণনা শুরু করেছিলেন, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি।’

নির্বাচনি ফল বাতিল, ঢাকা- ১৭ আসনে পুনঃনির্বাচন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন