কান ফিল্ম ফেস্টিভ্যালে আরব ফিল্মের জয়জয়কার

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ২৩:৪০

মোহাম্মাদ কার্দোফানির সুদানি চলচ্চিত্র ‘গুডবাই জুলিয়া’ পেয়েছে ফ্রিডম প্রাইয পুরস্কার। ছবি: সংগৃহীত

মোহাম্মাদ কার্দোফানির সুদানি চলচ্চিত্র ‘গুডবাই জুলিয়া’ পেয়েছে ফ্রিডম প্রাইয পুরস্কার। ছবি: সংগৃহীত

  • 0

চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে আরব চলচ্চিত্র ও কলাকুশলীরা।

আরব চলচ্চিত্র নির্মাতা মোহাম্মাদ কার্দোফানির সুদানি চলচ্চিত্র ‘গুডবাই জুলিয়া’ পেয়েছে ফ্রিডম প্রাইয পুরস্কার। অন্যদিকে মরক্কোর নির্মাতা কামাল লাজরেকের সিনেমা ‘লেস মিউটস’ জুরি পুরস্কার জিতেছে।

মরক্কোর চলচ্চিত্র নির্মাতা আসমাই এল মাউদির তার ‘দ্য মাদার অফ অল লাইস’ সিনেমাটির জন্য ডিরেক্টিং পুরস্কার জয় করেছেন। 

কান ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা জগতের সবচেয়ে বড় ও প্রভাবশালী ফিল্ম ফেস্টিভ্যাল। ফ্রান্সে প্রতি বছরের মে মাসে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। সিনেমা জগতে সবচেয়ে সম্মানজনক সম্মাননার মধ্যে কান পুরস্কার অন্যতম। এই ফেস্টিভ্যালে বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেন।

 ২১টি ওয়ার্ল্ড প্রিমিয়ার ও প্রায় দুই সপ্তাহব্যাপী রেড কার্পেট প্যারেডের পর ১৬ মে শুরু হওয়া ফেস্টিভ্যালটি শেষ হয়ে হয়েছে। 

এ বছর ফেস্টিভালের ওপেনিং নাইট ফিল্মের সিনেমা হিসেবে জনি ডেপ অভিনিত ‘জিন ডু ব্যারি’-এর প্রিমিয়ার হয়। এই সিনেমাটি সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে। 

 


0 মন্তব্য

মন্তব্য করুন