ওয়েলসে জন্ম নেয়া ৮৫ বছর বয়সী এই তারকা ২০১১ সালে মার্ভেল কমিকের চলচ্চিত্র সংস্করণ থর-এর কাস্টে যোগ দেন। সিরিযটির মূল চরিত্র থর-এর বাবা ‘ওডিন’ চরিত্রে অভিনয় করেন হপকিন্স।
নিউ ইয়র্কারকে অ্যান্থনি বলেন, সবুজ পর্দার সামনে বসে থেকে অভিনয় করাটা অর্থহীন। তারা আমাকে বর্ম পরিয়েছিল; মুখে দাড়ি এঁটে দিয়েছিল। এরপর বলতো ‘সিংহাসনে বসো, একটু চিৎকার করো।’
স্যার অ্যান্থনি ২০২১ সালে অভিনয়ের জন্য সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে একাডেমি পুরস্কার জেতার ইতিহাস গড়েছিলেন।
‘দ্য ফাদার’-এ ডিমেনশিয়া আক্রান্ত এক ব্যক্তির ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার জিতেন। প্রথম অস্কার জেতেন ১৯৯২ সালে, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস-এ হ্যানিবল লেক্টারের চরিত্রে অভিনয়ের জন্য।
কার্ডিফের রয়্যাল ওয়েলশ কলেজ অফ মিউযিক অ্যান্ড ড্রামা থেকে ১৯৫৭ সালে স্নাতক শেষ করেন হপকিন্স। লরেন্স অলিভিয়ের মাধ্যমে রয়্যাল ন্যাশনাল থিয়েটারে যোগ দেয়ার পর খ্যাতি পেতে শুরু করেন শক্তিশালী এ অভিনেতা।