অভিযুক্ত ব্যক্তির নাম টনি কেম্পসি। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, কুইন্সের উডসাইড এলাকায় গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনা ঘটে। সেদিন অভিযোগকারী নারী ওই ব্যক্তির কাছ থেকে স্কুটার রাইড নিয়েছিলেন।
ওই নারী জানান, কেম্পসি ফোর্টি এইট অ্যাভিনিউ অ্যান্ড সেভেন্টি টু স্ট্রিটের এলাকায় পৌঁছে তার মুখে ঘুষি মেরেছিলেন। এতে তিনি পড়ে গিয়ে অবচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখেন, কেম্পসি স্কুটার চালিয়ে চলে যাচ্ছেন।
কেম্পসির বিরুদ্ধে ধর্ষণ, লাঞ্ছনা ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে।