বাল্যবন্ধুর দাবি
এক দুর্ঘটনা থেকে বেঁচে আরেকটিতে নিহত নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৫, ১৮:৫৪

মোটরসাইকেলে বসা এনওয়াইপিডির সম্প্রতি নিহত কর্মকর্তা জে পেনা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

মোটরসাইকেলে বসা এনওয়াইপিডির সম্প্রতি নিহত কর্মকর্তা জে পেনা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

গত বুধবার সকালে কোবল হিলের আটলান্টিক অ্যাভিনিউ এক্সিটের কাছে একটি বক্স ট্রাক ধাক্কা দেয় এনওয়াইপিডির ৩০ বছর বয়সী কর্মকর্তা জে পেনার মোটরসাইকেলটিকে। এতে বাইক থেকে ছিটকে পড়ে যান পেনা।

কয়েক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তিনি, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না তার। ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তার আগের দুর্ঘটনার কথা এনওয়াই ডেইলি নিউজকে জানান তার এক বাল্যবন্ধু।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সকালে কোবল হিলের আটলান্টিক অ্যাভিনিউ এক্সিটের কাছে একটি বক্স ট্রাক ধাক্কা দেয় এনওয়াইপিডির ৩০ বছর বয়সী কর্মকর্তা জে পেনার মোটরসাইকেলটিকে। এতে বাইক থেকে ছিটকে পড়ে যান পেনা।

দুর্ঘটনার শিকার বাইকটি মহাসড়ক ধরে চলতে থেকে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরণের শিকার হয়।

এ কর্মকর্তা সম্বন্ধে তার ছেলেবেলার বন্ধু সামান্থা বাতসিকাস জানান, সে দারুণ মানুষ ছিল। সত্যিকার অর্থে সে ছিল বাস্তব জীবনের নায়ক।

এনওয়াইপিডিতে চার বছর ধরে কাজ করেন পেনা। ব্রুকলিনে ৮৪তম প্রেসিঙ্কটে কাজ শেষে ইয়ামাহা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।

ঘটনার দিন সকাল প্রায় আটটা ৫০ মিনিটে ৩০ বছর বয়সী ট্রাকচালক কার্লোস আলমানজার তরিবিও পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দেন বলে খবর পাওয়া যায়।

বন্ধু বাতসিকাস জানান, আট বছর আগে পেনসিলভেনিয়ায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন পেনা। সে সময় অলৌকিকভাবে বেঁচে যান তিনি।

এদিকে পেনাকে গাড়ি ধাক্কা দেওয়া ট্রাকচালক তরিবিওকে বৃহস্পতিবার ব্রুকলিনের ফৌজদারি আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটররা জানান, ট্রাকচালক তার গাড়ি থেকে মোটরসাইকেলের ধ্বংসাবশেষ সরাতে কয়েক ইয়ার্ড দূরে গিয়ে গাড়িটি থামান। সে সময় পেনার দেহ মাটিতে পড়ে থাকতে দেখার পরও গাড়িটি নিয়ে চলে যান তিনি।