ফ্যায়েটভিলের রেমব্র্যান্ট ড্রাইভের ৭০০ ব্লকে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ফ্যায়েটভিল পুলিশ বুধবার সকালে জানায়, ভোররাতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান অফিসাররা। সেখানে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
আহত দুজনকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
টুইটার পোস্টে পুলিশ ডিপার্টমেন্ট জানায়, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজন সুস্থ হয়ে উঠছেন।
ঘটনার তদন্ত করছে পুলিশ, খোঁজা হচ্ছে হামলাকারীকে।