হুন্দাইয়ের কারখানা থেকে আইসের হাতে ৪৭৫ কর্মী আটক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬ ২০২৫, ৬:৪৭

আটক ব্যক্তিদের মধ্যে ৩০০ জনই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ছবি: এবিসি নিউজ

আটক ব্যক্তিদের মধ্যে ৩০০ জনই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ছবি: এবিসি নিউজ

  • 0

মাসব্যাপী তদন্তের পর এই অভিযান কার্যকর হয়।

হোমল্যান্ড সিকিউরিটিজ ইনভেস্টিগেশনস আটলান্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট স্টিভ শ্রাঙ্ক শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, জর্জিয়ায় হুন্দাইয়ের কারখানায় অভিযান চালিয়ে অ্যামেরিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক বিবৃতি অনুযায়ী, অবৈধ কর্মসংস্থান ও অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের অভিযোগের চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে জর্জিয়ার এলাবেলে অবস্থিত হুন্দাই কারখানায় অভিযান চালানো হয়।

শ্রাঙ্ক বলেন, বিচারকের জারি করা তল্লাশি পরোয়ানা অনুযায়ী এই অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মাসব্যাপী তদন্তের পর এই অভিযান কার্যকর হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কয়েকটি ঠিকাদার এবং মূল কোম্পানি হুন্দাইয়ের হয়ে কাজ করত জানিয়ে শ্র্যাঙ্ক আরও বলেন, এটি আসলে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ইতিহাসে সবচেয়ে বড় একক-সাইট এনফোর্সমেন্ট অপারেশন ছিল।

হুন্দাই কর্তৃপক্ষ অভিযান সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নির্দিষ্ট পরিস্থিতি বোঝার জন্য কাজ করছে।

কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, আটককৃতদের কেউই সরাসরি হুন্দাই মোটর কোম্পানির কর্মচারী নন।

অভিবাসন কর্মকর্তারা বলেছেন, অভিযানে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে, যারা অ্যামেরিকায় অবৈধভাবে ছিলেন বা কাজ করছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে ৩০০ জনই দক্ষিণ কোরিয়ার নাগরিক।

এ ঘটনায় ‘উদ্বেগ ও দুঃখ’ প্রকাশ করছে দক্ষিণ কোরিয়া। দেশটি তাদের নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অ্যামেরিকান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।