বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে রোববার রাতে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৯টি।
অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হজযাত্রী ও হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী।
এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় পাঁচ, জেদ্দা একজন, মিনায় সাতজন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন বাংলাদেশি মারা গেছেন।
এ ছাড়া সবশেষ রোববার তিনজন মারা গেছেন। তারা হলেন মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪)। তারা সবাই সৌদি আরবে মারা গেছেন।
গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ অগাস্ট।