জিলহজ মাসের চাঁদ দেখার কথা মঙ্গলবার জানিয়েছে সৌদি আরব।
দেশটিতে কোরবানির ঈদ হিসেবে পরিচিত ঈদুল আজহা উদযাপন হবে আগামী ৬ জুন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমস জানায়, হিজরি সালের হিসাব অনুযায়ী, জিলহজ মাস শুরু হচ্ছে ২৮ মে, বুধবার।
হিজরি ক্যালেন্ডারে জিলহজ মাসের নবম দিনে পড়ে আরাফাহ দিবস।
সৌদি আরবের মুসলিমরা ৫ জুন, বৃহস্পতিবার আরাফাহ দিবস পালন করবেন। অন্যদিকে জিলহজ মাসের দশম দিনে পড়া ঈদুল আজহা উদযাপন শুরু হবে ৬ জুন, শুক্রবার।
ইসলামি ক্যালেন্ডার নির্ভর করে চাঁদের চক্রের ওপর। এ চক্র অনুযায়ী, প্রতি বছর মুসলিমদের সব গুরুত্বপূর্ণ দিবস প্রায় ১১ দিন এগিয়ে আসে।
অন্য উপলক্ষের মতো জিলহজ শুরুর সময় ও দশম দিনের জন্য চাঁদ দেখার ওপরই নির্ভর করেন মুসলিমরা।