গালতিয়েকে বরখাস্ত করল পিএসজি

টিবিএন ডেস্ক

জুন ৬ ২০২৩, ২১:১৫

সাইডলাইনে কিলিয়ান এমবাপের সঙ্গে পরামর্শ করছেন ক্রিস্তোফ গালতিয়ে। ছবি: টুইটার

সাইডলাইনে কিলিয়ান এমবাপের সঙ্গে পরামর্শ করছেন ক্রিস্তোফ গালতিয়ে। ছবি: টুইটার

  • 0

এক মৌসুম দায়িত্বে থাকার পরই চাকরি হারালেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ম্যানেজার ক্রিস্তোফ গালতিয়ে। মঙ্গলবার ক্লাব ওয়েবসাইটে এক বার্তায় তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

গত মৌসুমের শুরুতে গালতিয়েকে নিয়োগ দেয় পিএসজি। তার কাছ থেকে ক্লাবের মূল চাহিদা ছিল ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সেটি এনে দিতে ব্যর্থ হওয়াতেই চাকরি হারাতে হয়েছে তাকে।

পিএসজি ঘরোয়া লিগ ও সুপার কাপের শিরোপা জিতেছে গালতিয়ের অধীনে। তবে ইউরোপ সেরা হতে পারেনি।

মৌসুম শেষে লিওনেল মেসি, সার্হিও রামোসের মতো অভিজ্ঞ তারকারা ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ক্লাবের কোচিংয়েও বদল আনতে চাচ্ছে পিএসজি।

নতুন কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের সাবেক ম্যানেজার ইউলিয়ান নাগেলশমান। ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছ থেকে অফার পেয়েও নেননি এ জার্মান।

পিএসজির পছন্দের তালিকায় দ্বিতীয় কোচের নাম জিনেদিন জিদান। বিশ্বকাপজয়ী এ ফ্রেঞ্চ কিংবদন্তি সবশেষ কোচিং করিয়েছিলেন ২০১৮ মৌসুমে। সেবার রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে বিদায় জানান তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন